আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
470 views
in পবিত্রতা (Purity) by (14 points)
প্যান্ট বা শার্ট এর কোনো অংশে দুই-তিন ফোটা নাপাক পানি পরলে শুধু নাপাকি জায়গা ধুয়ে ফেললে কি কাপর পরে নামায পরা যাবে?যদি যায়,তাহলে কি কাপরটা শুকাতে হবে,নাকি ভিজা অবস্থায় নামায পরা যাবে সময়ের স্বল্পতার কারনে?

1 Answer

0 votes
by (584,670 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম

   

শরীয়তের বিধান হলো কাপড়ে যদি নাপাকি লাগে তাহলে যে অংশে নাপাকি লেগেছে,সেটি নিশ্চিত ভাবে জানা গেলে  শুধু সে অংশ ধোয়ার দ্বারাই কাপড়টি পবিত্র হয়ে যাবে। পূর্ণ কাপড় ধোয়ার কোনো প্রয়োজন নেই। 
তবে যদি নাপাকি কাপড়ের কোথায় কোথায় লেগেছে,এ সম্পর্কে নিশ্চিত ভাবে পূর্ণভাবে জানা না যায়,তাহলে পুরো কাপড় তিনবার ধৌত করতে হবে   
,
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ، أَنَّ رَجُلاً، نَزَلَ بِعَائِشَةَ فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ فَقَالَتْ عَائِشَةُ إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ فَإِنْ لَمْ تَرَ نَضَحْتَ حَوْلَهُ وَلَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرْكًا فَيُصَلِّي فِيهِ .

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 'আলকামাহ ও আল আসওয়াদ (রহঃ) থেকে বর্ণিত। একদিন জনৈক ব্যক্তি আয়িশাহ (রাযিঃ) এর ঘরে মেহমান হল। আয়িশাহ (রাযিঃ) দেখলেন, ভোরে সে তার কাপড় ধৌত করছে (অর্থাৎ রাত্রে তার স্বপ্ন দোষ হয়েছিল) তা দেখে আয়িশাহ বললেনঃ মূলত তোমার পক্ষে এটুকুই যথেষ্ট হতো যে, তুমি বীর্য দেখে থাকলে কেবলমাত্র সে স্থানটি ধুয়ে নিতে। আর যদি তা না দেখে থাক, তাহলে (মনের সন্দেহ দূর করার জন্যে) জায়গাটিতে পানি ছিটিয়ে নিতে পারতে। কেননা, এমনও হয়েছে আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে শুকনো বীর্য রগড়িয়ে ফেলেছি, আর তিনি সে কাপড় পরেই সালাত আদায় করেছেন। (মুসলিম শরীফ ৫৫৫.ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫৯, ইসলামিক সেন্টারঃ ৫৭৫)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
প্রশ্নে উল্লেখিত কাপড়ের যেই স্থানে নাপাকি লেগেছে,আপনি যেহেতু সেই স্থান সম্পর্কে নিশ্চিত, অন্য স্থানে যেহেতু নিশ্চিত নাপাকি লাগেনি,তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে শুধু সেই স্থান পাক করলেই পাক হয়ে যাবে।
,
এক্ষেত্রে আপনি যদি তিনবার ভালোভাবে ধৌত করেন,এবং প্রত্যেকবার নিংড়ান,তাহলে সেই কাপড় পড়েই নামাজ পড়া যাবে।
তবে লক্ষ্য করে  প্রত্যেকবার নিংড়াবেন,শেষবার বেশি করে নিংড়াবেন,যাতে আর ফোটা না পড়ে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (14 points)
জাযাকুমুল্লাহ 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...