বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/33722 নং ফাতাওয়ায় বলেছি যে,
সাত আসমান এবং সাত জমিন দ্বারা কি উদ্দেশ্য? তা একমাত্র আল্লাহই ভালো জানেন।
বর্তমান বিজ্ঞান আসমান জমিনের সাতটি স্থরের আলোচনা করে থাকে।
অনেক ইসলাম বিশেষজ্ঞগণ এই সাতটি স্থরকেই সাত আসমান ও জমিন বলে আলোচনা করে থাকেন,মতামত দিয়ে থাকেন।
কুরআনে কারীমে আসমান শব্দের ক্ষেত্রে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু জমিন শব্দকে সর্বদা এক বচন করেই উল্লেখ করা হয়েছে-
আল্লাহ তা'আলা বলেন,
خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُسَمًّى أَلَا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ
তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সুর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।(সূরা যুমার-০৫)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু সাত আসমান সম্পর্কে নির্দিষ্ট কোনো বক্তব্য নেই।তবে কুরআন হাদীসের ভাবধারা থেকে বুঝা যায় যে, ব্লাকহোল সপ্তম আসমানেই অবস্থিত।
দূরত্ব দ্বারা আলোকবর্ষই উদ্দেশ্য।আসমানের সীমানা সম্পর্কে আল্লাহই ভালো জানেন।