আসসালামু আলাইকুম শায়েখ,
আমি কয়েকজন বোন থেকে (৩/৪ জন) একটা করজে হাসানা প্রজেক্টে ৫০০০ টাকা নিবো ইনশাআল্লাহ।
এতে ৫০০০ টাকা আসবে আমার পারসোনাল বিকাশে। কিন্তু কোনো ক্যাশআউট ফি দিবেনা। আমি ক্যাশ আউট ফি হাজারে ২০ করে মোট ১০০ টাকা নিজে দিয়ে বের করে নিবো। ( অথবা এখান থেকেই যা কিনবো সেখানে সেন্ড করবো)
ফেরত দেয়ার সময় আমি উনাদের ৫১০০ টাকা ( ক্যাশআউট ফিসহ) দিবো। এক্ষেত্রে এই ১০০ টাকা কি সুদ হবে? ( আমি সেচ্ছায় নিচ্ছিনা উনাদের থেকে ক্যাশ আউট ফি কিন্তু দিতে চাচ্ছি কারণ উনারা আমাকে হেল্প করছেন তাই। খুশি হয়েই)
এছাড়াও বিকাশে টাকা পাঠালে বিকাশ চারজ কেটে নেয়।
আমি বিকাশে টাকা দেয়া ও নেয়া করতে চাচ্ছি। কিন্তু ফতোয়া জটিল লাগছে।( আমি এখানকার একটা ফতোয়া পড়েছি করযে হাসানার)
আমি ভেবেছিলাম ৫১০০ নিবো ও ৫১০০ বিকাশে দিবো। কিন্তু ওনারা বলছেন সবার ক্যাশ আউট করতে হবেনা।
টোটাল ওনারা কত দিলে ও আমি কত ফেরত দিলে সুদ হবেনা?একটু টাকার হিশাব অংকে ক্লিয়ার করে বলবেন ইনশাআল্লাহ?
আর ক্যাশআউট আমি যদি না করি, সেক্ষেত্রে ৫০০০ আসলো, আমি ফেরত দিলাম ৫০০০। তো উনাদের ক্যাশআউট করলে তো ৪৯০০/৪৯৪০ হয়ে যেতে পারে! সেক্ষেত্রে আমি ক্যাশ আউটের টাকা কি দিয়ে দিবো?
মুল ঋণ- ৫০০০