আসসালামু আ'লাইকুম,উস্তায
নিম্নোক্ত হাদিসগুলো সহীহ কিনা জানালে মুনাসিব হতো ইন শা আল্লহ
১) রাসুল (সা.) নিজে বৃহস্পতি ও সোমবার রোজা রাখতেন। তাই সোম-বৃহস্পতিবার রোজা রাখা মহানবী (সা.)-এর সুন্নত। আবু কাতাদা আনসারি (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.)-কে সোমবার দিনে রোযা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এই দিন আমি জন্ম নিয়েছি, আর এদিনই আমার উপর কোরআন নাজিল হয়েছে। (মুসলিম, হাদিস : ২৮০৭; ইবনে খুজাইমা, হাদিস : ২১১৭; মুসনাদে আহমাদ, হাদিস : ২২৫৫০; সুনানে আবু দাউদ, হাদিস : ২৪২৮)
২) রাবিআ ইবনুল গাজ (রহ.) থেকে বর্ণিত, তিনি আয়শা (রা.)-এর কাছে রাসুল (সা.)-এর রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করেন। তখন তিনি জবাবে বলেন, রাসুল (সা.) সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। (ইবনে মাজাহ, হাদিস : ১৭৩৯; ইবনে হিব্বান, হাদিস : ৩৬৪৩)
৩) আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়। তাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক— এটা পছন্দ করি।’ (তিরমিজি, হাদিস : ৭৪৭; সুনানে নাসায়ি, হাদিস : ২৬৬৭)
জাযাকাল্লহু খ‌ইর