আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
১. কোনো মেয়ে যদি অপ্রয়োজনেই কোনো গায়রে মাহরাম এর দিকে তাকিয়ে থাকে, যেমন কোনো লেকচার শোনার সময় কিংবা কোনো গায়রে মাহরাম এর শিক্ষণীয় কোনো ভিডিও দেখার সময় এবং মেয়েটার মনে যদি কোনো খারাপ চিন্তা না আসে একদম স্বাভাবিক লাগে, তাহলে কি মেয়েটার গুনাহ হবে?
২. কোনো মেয়ে পরপুরুষের দিকে তাকানো থেকে দৃষ্টির হেফাজত করার চেষ্টা করে। এক্ষেত্রে রাস্তায় অনেকটা সহজেই দৃষ্টির হেফাজত করা যায় চোখ নামিয়ে রাখলে।
কিন্তু সমস্যা হচ্ছে, যখন কোনো আলেমের লেকচার শুনতে যায় বা কোনো পুরুষের ক্লাস, কুরআন শিক্ষা, আরবি শিক্ষা ইত্যাদি ভিডিও দেখতে যায়, তখন মাঝে মাঝেই চোখ পড়ে যায় তাদের দিকে। ইউটিউব ভিডিওগুলোর থাম্বলাইনেই তো তাদের ছবি দেয়া থাকে, তখন তো চোখ পড়েই। এক্ষেত্রে মাঝে মাঝে চোখ পড়ে যাওয়ার কারণে মেয়েটার কি দৃষ্টির খিয়ানতের গুনাহ হবে? যদি কোনো খারাপ চিন্তা না আসে, তবুও?
৩. নতুন দ্বীনে ফেরা বোন, যে মনের যিনা সম্পর্কে অবগত, অর্থাৎ কোনো গায়রে মাহরামকে মনে মনে চাওয়া এটাকে মনের যিনা মনে করে আর তাকদীরের প্রতি এই বিশ্বাস রাখে যে, আল্লাহ তার জন্য যাকে ঠিক করে রেখেছেন, তিনিই আসবেন। তো এমন বোনের মাঝে মাঝে কোনো কোনো হুজুরের প্রতি ভালো লাগা কাজ করে। এই যেমন, তার ছোট ভাইয়ের হুজুর, যার সামনে মেয়েটা যায়ই না, তবুও তিনি একজন হাফেজ, ভালো মানুষ এসব ভেবে ভালো লাগে। তবে কোনো খারাপ চিন্তা না। আবার কোনো বক্তাকেও ভিডিওতে দেখলে বা কোনো বক্তার শিক্ষণীয় কোনো আচরণ দেখলে, শ্রদ্ধাবোধ ও ভালো লাগা কাজ করে, তাদের কাজ, চলাফেরা, কথাবার্তা ফলো করতে ইচ্ছে করে...
এই ভালো লাগা, কি মনের যিনা হিসেবে গণ্য হবে? বা ফিতনাহ হিসেবে? এতে কি মেয়েটার গুনাহ হবে?
জাযাকুমুল্লাহ খইর।