ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
জুমহুর উলামায়ে কেরামের মতে,পুরুষের জন্য রেশমী পোষাক এবং স্বর্ণ ব্যবহার করা নাজায়েয।
এর উপর ইজমা রয়েছে।
হযরত ইবনো যুরাইব রাহ থেকে বর্ণিত,
عن ابنِ زُرَيرٍ، أنَّه سَمِعَ عليَّ بنَ أبي طالب رضي الله عنه ٍيقولُ: ((إنَّ نبيَّ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم أخذ حريرًا، فجعَلَه في يمينِه، وأخذ ذهَبًا فجعَلَه في شِمالِه، ثمَّ قال: إنَّ هَذينِ حرامٌ على ذُكورِ أمَّتي)
হযরত আলী রাযি বলেন,রাসূলুা একবার রেশমের পোষাককে ডান হাতে রাখেন।এবং স্বর্ণ কে বাম রাখেন।অতঃপর বলেন,এগুলোকে আল্লাহ তা'আলা কিয়ামত পর্যর্ত আমার উম্মতের পুরুষদের জন হারাম করে দিয়েছে। (সুনানু আবি-দাউদ-৪০৫৭)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) কিছুক্ষণের জন্য গায়ে লাগানোতে যেহেতু পরিধানের পূর্ণ অর্থ পাওয়া যাচ্ছে না, তাই তা হারাম হচ্ছে না।তবে উত্তম হল, এক মুহূর্তের জন্যও পরিধান না করা।
(২)
স্বর্ণের সাথে অন্য ধাতুর পরিমাণ যৎসামান্য বা অর্ধেকের কম হলে ঐ স্বর্ণ সম্ভলিত অলংকার ব্যবহার জায়েয হবে না।তবে স্বর্ণ ব্যতিত অন্য ধাতুর পরিমাণ বেশী হলে, এবং স্বর্ণের পরিমাণ অর্ধেকের কম হলে তখন ঐ অলংকার ব্যবহারের অনুমোদন থাকবে।
(৩)
পরুষের জন্য রূপা ব্যবহার জায়েয।