সরকার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঝণ দিয়ে থাকে।যেমন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্টেশন(এসডিএফ) এর মাধ্যমে কুটির শিল্প,কৃষি কাজ ইত্যাদির জন্য জনগনকে ঝণ দেয় এবং কিস্তিতে ওই ঝণ পরিশোধ করতে হয়।উক্ত ঝণ পরিশোধের সময় মূল টাকার সাথে ১১% হারে টাকা সার্ভিস চার্জ বাবদ দিতে হয়।
ওই ১১% টাকা কি সুদ হিসেবে গন্য হবে?যদি সুদ হয় তাহলে উক্ত প্রতিষ্ঠানে ঝণের হিসাব নিকাশের চাকুরী করা যাবে কিনা?