আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
মুহতারাম,
আমার দুই পায়ের বুড়ো আঙুলে তীব্র ব্যথা থাকার কারণে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে সিজদায় যাওয়ার সময়, সিজদা থেকে বসার সময় ও সিজদা থেকে উঠার সময় যথাক্রমে কখনো মাটিতে পা রাখার আগে হাত রাখি, কখনো ডান পা মাটিতে রাখার আগে বাম পা রাখি; বসার সময় দুই পা-ই বিছিয়ে রাখি, উঠার সময় হাতের উপর ভর দিয়ে উঠি ইত্যাদি।
এমনক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে, পা মাটি থেকে কিছুটা পৃথক হয়ে গেছে। এমনভাবে পা মাটি থেকে উঠে গেলে কি নামাজের কোনো ক্ষতি হবে?
(উল্লেখ্য, পায়ের আঙ্গুলের ব্যথার চিকিৎসা চলছে)
সুস্থ ও স্বাভাবিক অবস্থায় যদি নামাজে কারো পা মাটি থেকে পৃথক হয়ে যায়, তাহলে তার নামাজের কি কোনো ক্ষতি হবে?