কেউ যদি তার হবু স্ত্রী কে এগুলো বলে যে,
1,"তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ের পর তালাক হয়ে যাবে"।
2.তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ে হলে তালাক হয়ে যাবে।
3."তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ে হলে বিয়ের পর তালাক হয়ে যাবে
4.তুমি যদি বিয়ের পর কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে তলাক।
[ওই মেয়ে ওই কাজ যদি করে ফেলে মানে শর্ত শেষ করে ফেলে]
1.এখন এই পদ্ধতি দিয়ে বিয়ে করলে,উপরের চারটি বাক্য ও যদি কেও বলে থাকে তাহলেও কি শর্ত পরবেনা মানে তালাক হবেনা?
আপনার কোন পরিচিত জন আপনাকে না জানিয়ে আপনার পক্ষ থেকে দুইজন স্বাক্ষ্যির সামনে কনেকে বিয়ের প্রস্তাব দিবে। উক্ত মহিলা সেই বিয়ে কবুল করে নিবে। প্রস্তাবকারী আপনার কাছে এসে বলবে যে, “আমি তোমার বিয়ে ওমুক মেয়ের সাথে এত টাকা মোহরের বিনিময়ে দিয়ে দিলাম, সুতরাং তুমি মোহর হিসেবে কিছু টাকা/গহনা দাও”। তারপর আপনি কোন কথা না বলে কমপক্ষে দু’জন স্বাক্ষীর সামনে চুপচাপ মোহর বাবত কিছু টাকা/গহনা দিয়ে দিবেন। তখন উক্ত মোহর বাবত প্রাপ্ত টাকা/গহনা সদ্য বিবাহিত স্ত্রীর কাছে পৌঁছিয়ে বলবে যে, এটা তোমার স্বামী মোহর বাবত দিয়েছে। এভাবে বিয়ে সম্পন্ন হয়ে যাবে।
তখন আর পূর্বোক্ত কথার দরূন কোন তালাক পতিত হবে না।
1.এখন এই চারটি বাক্য দিয়েও কি আমাকে না জানিয়ে অন্নজন যদি ওই মেয়ের সাথে আমার বিয়ে করায় দেয় তাহলে কি শর্ত কার্যকর হবেনা?
আশা করি বুঝছেন, মানে কেউ যদি চার নাম্বার বাক্য টি বলে তারপর উপরের পদ্ধতি এর দারা বিয়ে করে তাহলেও কি শর্ত আরোপ হবনা?
বিস্তারিত বলবেন।