আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
478 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (41 points)
edited by
আসসালামু আলাইকুম হজরত,
আজ একটা গ্রুপ এ একটা প্রশ্ন নিয়ে খুব আলোচনা হচ্ছে বিষয়টা সবার জানা দরকার।।
প্রশ্ন :
একজন মুসলিম হয়ে কি অন্য এক অমুসলিমের রক্ত বা দেহের অন্য অংশ নিজের দেহে স্থাপন করা যাবে??
ইসলামে এর কি কোন বিধি নিষেধ আছে??

1 Answer

0 votes
by (671,200 points)
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক যখন কঠিন প্রয়োজন হবে, তখন কোনো মুসলিম অমুসলিমের রক্ত নিজের দেহে গ্রহন করতে পারবে।
এটি জায়েজ আছে,তবে উত্তম নয়।
কারন কাফের এবং ফাসেক ফাজের এর রক্তে যে মন্দ আছর রয়েছে,সেটা মুসলিমের শরীরে যাওয়ার প্রবল আশংকা রয়েছে।

এই জন্য নেককার উম্মতেরা ফাসেকাহ মহিলার দুধ পান করানো পছন্দ করতেননা।
এই জন্য যথাসম্ভব কাফের ফাসেক ব্যাক্তিদের রক্ত মুসলিমের শরীরের নেওয়া থেকে বিরত থাকাই উত্তম। 
(ফাতাওয়ায়ে বাইয়্যিনাত ৪/২৭৭)
۔

উল্লেখ্য যে কোনো মানুষের অঙ্গ অন্য মানুষের দেহে স্থাপন করা জায়েজ নেই। 
 এগুলো কোনো কিছুরই মালিক মানুষ নয়,বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত।
সুতরাং অন্যের দেহে কোনো অঙ্গ বা কোনো অঙ্গের অংশ স্থাপন করা জায়েজ নেই। 
 (কিতাবুন নাওয়াজেল ১৬/ ১৯৬.ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ১৮/৩৩৮)
,
ফাতাওয়ায়ে শামীতে আছে   
الاٰدمي مکرمٌ شرعًا وإن کان کافرًا، فإیراد العقد علیہ وإبتذالہ بہ، وإلحاقہ بالجمادات إذلالٌ لہ أي وہو غیر جائز، … وصرح في فتح القدیر ببطلانہ۔ (رد المحتار، کتاب البیوع / باب البیع الفاسد، مطلب: الآدمي مکرم شرعًا ولو کافرًا ۵؍۵۸ دار الفکر بیروت، ۷؍۲۴۵ زکریا، فتح القدیر، کتاب البیوع / باب البیع الفاسد ۶؍۳۹۰ زکریا، ۶؍۴۲۵ مصطفیٰ البابي الحلبي مصر، البحر الرائق ۶؍۸۱، الفتاویٰ الہندیۃ، کتاب الکراہیۃ / الباب الثامن عشر في التداوي والمعالجات ۵؍۳۵۴ زکریا)
এর সারমর্ম হলো 
মানব দেহ সম্মানীত বস্তু,যদিও সে কাফের হোক।
সুতরাং এটার ক্রয় বিক্রয় বা অন্যের দেহে স্থাপন জায়েয নেই।

ফাতাওয়ায়ে আলমগীরীতে আছে  
الانتفاع بأجزاء الآدمي لم یجز۔ (الفتاوی الہندیۃ، کتاب الکراہیۃ / الباب الثامن عشر في التداوي والمعالجات ۵؍۳۵۴)
অনুবাদঃ মানুষের শরীরের কোনো অংশ দ্বারা উপকৃত হওয়া জায়েয নেই।   
.
★সুতরাং প্রশ্নে উল্লেখিত কোনো কাফেরের দেহের কোনো অঙ্গ কোনো মুসলিমের দেহে স্থাপন করা জায়েজ নেই।     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...