১. ডাক্তার রা হাসপাতাল এ যে বিভিন্ন ঔষধ, স্যাম্পু,সাবান,হ্যান্ড ওয়াশ, লোশন,ও আরো কাচের বাটিসেট এসব বিভিন্ন স্যাম্পল পাই।যখন রিপ্রেজেনটেটিভ রা ভিজিট করে সব ডাক্তারকে সরকারি হাস্পাতালে।
২. ডাক্তার রা চেম্বারেও এরকম স্যাম্পুল পাই তা হালাল কিনা জানতে চাই?
৩.ডাক্তার রা প্যাথলজি সেন্টার এ রুগি পাঠানোর জন্য প্যাথলজি সেন্টার থেকে যে টাকার কমিশন পাই সেটা হালাল কিনা?
৪.বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে প্রতি মাসে ফিক্সড (কোন কোম্পানি ২০০০,কোন কোম্পানি ৩০০০)এরকম ভাবে টাকা দেই।এই টাকা হালাল হবে কিনা?