ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবূল হাইয়্যাজ আল আসাদী (রহঃ) থেকে বর্ণিত।
عن أبي الهياج الأسدي قال : قال لي علي بن أبي طالب: ألا أبعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم : " أن لا تدع تمثالا إلا طمسته ، ولا قبراً مشرفا إلا سويته "
তিনি বলেন, ‘আলী (রাযিঃ) বলেন, আমি কি তোমাকে এমনভাবে পাঠাব না, যে কাজে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? তা হচ্ছে কোন (জীবের) প্রতিকৃতি বা ছবি দেখলে তা চূর্ণ-বিচূর্ণ করে দিবে এবং কোন উঁচু কবর দেখলে তা ভেঙ্গে দিবে। (সহীহ মুসলিম-৬৯৬)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
রাসূলুল্লাহ সাঃ এর সুন্নাহ ছিল, সম্ভব হলে মুর্তি ভেঙ্গে ফেলা। তবে বর্তমান পরিস্থিতিতে উলামায়ে কেরামের বক্তব্য হল, মুর্তি ভাঙ্গা যাবে না।এতেকরে ফিতনার দ্বার উন্মোক্ত হবে। কেননা এখনকার পরিস্থিতি রাসূলুল্লাহ সাঃ এর সময়কার পরিস্থিতি নয়।