আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
107 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (32 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। ওস্তাদ।
১। আমাদের গ্রামে প্রতি বছর ওরস হয়, আমি জিজ্ঞেসা করছিলাম ওরস কি?  বলে ওলী-আউলিয়া রা নাকি গায়েব হয়ে রইছে এজন্য মাহফিল করে, আর ওনাদের সপ্ন এ দেখাইছিল সেজন্য নাকি মাহফিল করে।

 * এখন এই ধরনের বিশ্বাস এর কারণে কি তাদের ঈমান চলে যাবে?
২। আর এই ওরস এর জন্য আমাদের কাছে টাকা নিতে আসে আর এইখানে টাকা দিলে কি ঈমান এর কোন ক্ষতি হবে??
৩। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া কি বড় শিরক।
৪। আমি হেডফোন আর মোবাইল এক্সোসরিজ এর ব্যবসা করবো ভাবসি অনলাইন এ এই হালাল ব্যবসা হবে?
* আমার আত্মীয় এর দোকান আছে, আমার কাছে এখন ওইরকম টাকা নাই যে ওনাদের কাছ থেকে কিনে এনে বিক্রি করবো এজন্য ভাবসি হেডফোন এর ছবি তুলে অনলাইন এ পেইজের মাধ্যমে বিক্রি করবো, অর্ডার আসলে ওনাদের থেকে মাল এনে বিক্রি করবো, এখন এর মাধ্যমে কি কাস্টমার এর সাথে কোন প্রতারণা হবে নাকি?

1 Answer

0 votes
by (597,990 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।(সূরা লুকমান-৩৪)

অত্র আয়াতে পঞ্চ ইন্দ্রীয় ব্যতীত নিশ্চিতরূপে গাইবের সংবাদ সম্পর্কে বলা হয়েছে যে,তা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না।গাইব শুধুমাত্র আল্লাহ-ই জানেন। আল্লাহ ব্যতীত অন্য কেউ গাইবের সংবাদ জানে না।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ওলি আউলিয়ারা কখনো গায়েব জানেন না।এবং তারা গায়েব থাকেনও না। সুতরাং তাদেরকে উদ্দেশ্য নিয়ে মাহফিল করারও কোনো সুযোগ নেই।

(২)
এরকম মাহফিলে টাকা দেয়া যাবে না। দিলে গোনাহ হবে।

(৩)
আল্লাহ ব্যতিত অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না।

(৪)
জ্বী, হেডফোন এবং মুবাইলের ব্যবসা করতে পারবেন।

দালালি করা অর্থাৎ লোকজনের মালকে কমিশনের ভিত্তিতে বিক্রি করা জায়েয।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,990 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...