ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
খতীব বাগদাদীর বর্ণনায় আছে, ইমাম মালেক বলেন-
يا أمير المؤمنين! إن اختلاف العلماء رحمة من الله تعالى على هذه الأمة، كل يتبع ما صح عنده، وكل على هدى، وكل يريد الله تعالى.
ইয়া আমীরাল মুমিনীন! নিঃসন্দেহে আলেমগণের মতপার্থক্য আল্লাহর পক্ষ থেকে এ উম্মতের জন্য রহমত। প্রত্যেকে তাই অনুসরণ করে, যা তার নিকট সহীহ সাব্যস্ত হয়েছে, প্রত্যেকেই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং প্রত্যেকেই আল্লাহর (সন্তুষ্টি) কামী।’-কাশফুল খাফা, আলআজলূনী ১/৫৭-৫৮; উকূদুল জুমান, আসসালেহী ১১
উলামায়ে কেরামের ইজতেহাদ রহমত স্বরূপ।উলামায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য হয়ে থাকে। দলিলের ভিন্নতার কারণে।সুতরাং আপনি যে মাযহাবকে ফলো করে আসছেন, সেই মাযহাবকেই ফলো করবেন।
যদি আপনার মাযহাবের উলামাদের মধ্যে হালাল হারাম নিয়ে মতপার্থক্য হয়, তাহলে তখন আপনি হারামকেই অগ্রাধিকার দিবেন।
কোনো বিষয় হালাল বলে জানতেন, এখন হাশরের ময়দানে হারাম দেখলে, এতে আপনার কোনো সমস্যা হবে না।আপনার গোনাহ হবে না।তবে শর্ত হল, এই হালাল জানা কোনো এক হকপন্থি আলিম বা একদল হকপন্থি আলিমের মাধ্যমে হতে হবে।