আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
229 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (20 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
শাইখ,কোনো বিষয়ে যদি আলেম দের মাধ্যে ইখলিতাফ থাকে,উক্ত বিষয়টিকে যদি আমার দেখা মতে অর্ধেক সংখ্যা আলেম হারাম বলেন আর অর্ধেক সংখ্যক আলেম যদি হালাল বলেন, তাহলে কি আমি উক্ত বিষয়টিকে হালাল ধরতে পারবো,অর্ধেক সংখ্যক আলেমের মতের উপর ভিত্তি করে?

(আমার কাছে যে আলেমরা হালাল বলছেন উনাদের রেফারেন্স,কথাই বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে(যদি ও আমি এইসব বিষয়ে খুবই কম জ্ঞান রাখি)

আচ্ছা,শায়েখ ধরেন আমি অর্ধেক সংখ্যক আলেমের মত অনুযায়ী হালাল ই ধরলাম কিন্তু হাশরের মাঠে দেখলাম যে আমি যেই বিষয়টিকে দুনিয়াতে হালাল বলে জানতাম তা আসলে হালাল নয়,হারাম!

তখন কি আল্লাহ আমাকে ওই হারামের জন্য পাকড়াও করবেন?

কিংবা, দুনিয়াতে থাকতে কি আমার কোনো ইবাদাত ই কবুল হবে না?!

1 Answer

0 votes
by (606,750 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
খতীব বাগদাদীর বর্ণনায় আছে, ইমাম মালেক  বলেন-
يا أمير المؤمنين! إن اختلاف العلماء رحمة من الله تعالى على هذه الأمة، كل يتبع ما صح عنده، وكل على هدى، وكل يريد الله تعالى.
ইয়া আমীরাল মুমিনীন! নিঃসন্দেহে আলেমগণের মতপার্থক্য আল্লাহর পক্ষ থেকে এ উম্মতের জন্য রহমত। প্রত্যেকে তাই অনুসরণ করে, যা তার নিকট সহীহ সাব্যস্ত হয়েছে, প্রত্যেকেই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং প্রত্যেকেই আল্লাহর (সন্তুষ্টি) কামী।’-কাশফুল খাফা, আলআজলূনী ১/৫৭-৫৮; উকূদুল জুমান, আসসালেহী ১১


উলামায়ে কেরামের ইজতেহাদ রহমত স্বরূপ।উলামায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য হয়ে থাকে। দলিলের ভিন্নতার কারণে।সুতরাং আপনি যে মাযহাবকে ফলো করে আসছেন, সেই মাযহাবকেই ফলো করবেন।

যদি আপনার মাযহাবের উলামাদের মধ্যে হালাল হারাম নিয়ে মতপার্থক্য হয়, তাহলে তখন আপনি হারামকেই অগ্রাধিকার দিবেন।

কোনো বিষয় হালাল বলে জানতেন, এখন হাশরের ময়দানে হারাম দেখলে, এতে আপনার কোনো সমস্যা হবে না।আপনার গোনাহ হবে না।তবে শর্ত হল, এই হালাল জানা কোনো এক হকপন্থি আলিম বা একদল হকপন্থি আলিমের মাধ্যমে হতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...