আসসালামু আলাইকুম,এক মহিলা আমার নিকট ১০ হাজার টাকা গচ্ছিত রাখেন,আমি ওনাকে জিজ্ঞেস করে ৮ হাজার টাকা খরচ করে ফেলি।উনি আমাকে বলে যখন ইচ্ছা দিও।আমি বলেছিলাম ডিসেম্বর মাসে ইনশাআল্লাহ পারবো,কিন্তু আমাকে আল্লাহ সামর্থ্য না দেয়ার কারনে দিতে পারিনাই,আমি স্টুডেন্ট, সামনে ভর্তি পরীক্ষার্থী,এপ্রিল এর ১ম সপ্তাহ এ ২০২২ সালে আমার মেডিকেল এক্সাম, এমতাবস্থায় আমি দুশ্চিন্তার কবলে পড়ে পড়াশোনা করতে পারিনা।আমার আর্থিক অবস্থা ভালো যাচ্ছেনা,আমার পক্ষে ওনাকে ৮ হাজার টাকা এই মুহুর্তে দেয়া অসম্ভব। আমি ঋণ করে ফেলেছি এখন করণীয় কি?আমার পিতার সামর্থ্য নেই,আমাকেই দিতে হবে কিন্তু উপায় কি?আমি এখন কি করতে পারি?আমি আল্লাহ এর কাছে সাহায্য যাচ্ছি উপায় পাচ্ছিনা কিন্তু উনি আমাকে প্রতিদিন ২ বার করে কল দেয় টাকা ফেরত চায় উপায় কি?