আসসালামু আলাইকুম উস্তায, প্রশ্ন টা আমার এক বোনের পক্ষ থেকে করছি। আমি সবেমাত্র অনার্স শেষ করলাম আলহামদুলিল্লাহ এক বিশ্ববিদ্যালয় থেকে।আমি কিছু বিষয় নিয়ে সমস্যায় পড়েছি।আমি আমার ডিপার্টমেন্ট এ প্রথম,এক্ষেত্রে ওখানে শিক্ষিকা হওয়ার একটা সুযোগ থাকে,কিন্তু পর্দা করে এই জব মেয়েদের কতটুকু জায়েজ? আমার ইচ্ছে নেই জব করার কিন্ত পরিবার মধ্যবিত্ত তাই তাদের অনেক আশা অনেক চাপ, এখন আমি কি করতে পারি,আর আমার বাসা থেকে বিয়ের জন্য কোনো ছেলেও দেখছে না,ভার্সিটির পড়া সব ছেড়ে দিয়ে এসে বাড়িতে থাকা কি আমার জন্য ঠিক হবে? আর যদি মাস্টার্স এ ভর্তি হতে হয় এক্ষেত্রে ম্যাডাম আর স্যার দুইজন এর যেকোনো একজন এর আন্ডার এ করা যায়,স্যার উনি ভার্সিটির ডিন উনি যদি আমাকে উনার আন্ডার এ করতে বলেন,আর আমি চাই ম্যাডাম এর আন্ডার এ করতে এখন কোনটা করা উচিত আমার? আমি পরিপুর্ন পর্দার ভিতর থাকতে চাই আর দীন এর কাজ করতে চাই সঠিকভাবে,,এখন আমার পাশে এক আল্লাহ ছাড়া কেউ নেই,এখন আমার কি করা উচিত যদি বলতেন উস্তায তাহলে অনেক উপকার হত ।