হানাফি মাযহাব মোতাবেক তালাক পতিত হওয়ার জন্য জরুরি হলো সেই মহিলা তার বিবাহিতা স্ত্রী হতে হবে অথবা শর্তযুক্ত বাক্যে ঐ মহিলার দিকে বিবাহের নিসবত করা হতে হবে।
,
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ الشَّعْبِیِّ أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ قَالَ لامْرَأَتهِ: کُلُّ امْرَأَةٍ أَتَزَوَّجُهَا عَلَیْک فَهَیَ طَالِقٌ، قَالَ: فَکُلُّ امْرَأَةٍ یَتَزَوَّجُهَا عَلَیْهَا، فَهِیَ طَالِقٌ.
(ابن أبي شیبة، المصنف، 4: 65، رقم: 17838، الریاض: مکتبة الرشد)
সারমর্মঃ
হযরত শা'বী রহঃ থেকে বর্ণিত, তাকে এক ব্যাক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো,যে বলেছিলো,আমি যেই মহিলাকেই বিবাহ করবো,সে তালাক।
হযরত শা'বি রহঃ ফায়সালা দিলেন সে যেই মেয়েকেই বিবাহ করবে,সে তালাক প্রাপ্তা হবে।
بخلاف غیر المعینة فلو قال: المرأة التي أتزوجہا طالق طلقت بتزوجہا (الدر المنتقی: ۲/۵۷، مطبوعہ دار الکتب العلمیہ بیروت)
সারমর্মঃ
কেহ যদি বলে যে যেই মহিলাকে আমি বিবাহ করবো,সে তালাক।
তাহলে বিবাহ হওয়া মাত্র তালাক হবে।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে তাকে বিবাহের পর সেই স্ত্রী সেই কাজ করলে এক তালাক পতিত হবে।