আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
266 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (58 points)
edited by
আচ্ছালামু আ'লাইকুম হুজুর, একটি হাদিস হয়তো আছে সময় বা যুগকে গালি দিও না এমন কিছু একটা (আপনি উল্লেখ করিয়েন পুরোটা) তো জানার বিষয় হলো এখন ফিতনার সময়/যুগ এইগুলো বলা যাবে কিনা? এখন যুগ/সময় খারাপ এটা বলা যাবে কিনা? এটা কি গালি হিসেবে কাজ করবে?
২. আমি একবার নামাজে ওয়াজিব তরকের কারণে সাহু সিজদা দিবো ভেবেছিলাম কিন্তু সালাম ফিরানোর পর মনে পড়লো আমার তো সাহু সিজদার দেওয়ার কথা ছিল। পরে কিবলামুখী হয়ে বসা অবস্থায় ২ টি সিজদা দিয়ে উঠে চলে যাই। যা প্রচলিত নিয়ম অনুযায়ী নয়। এতে কি সাহু সিজদা আদায় হবে?
৩. নামাজের ১ম রাকাতেই সূরা মিলাতে গিয়ে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? ফরজ, সুন্নত, ওয়াজিব ও নফল ভেদে হুকুম ভিন্ন ভিন্ন হলে পুরোটা বলার অনুরোধ রইলো।

৪. সকাল বিকাল বা সকাল সন্ধার জিকির নামে প্রসিদ্ধ জিকির গুলো সময় সীমা যদি বলে দিতেন। কখন থেকে কখন এর ভিতরে আদায় করলে আদায় হবে?

1 Answer

0 votes
by (61,230 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

আরব মুশরিকদের একটা বদ অভ্যাস ছিল, কোনো বিপদ বা পরীক্ষায় পতিত হলে সময়কে গালি দিত। সম্প্রতি দেখা যাচ্ছে, করোনাসহ নানা প্রতিকূল পরিস্থিতি আসার কারণে অনেকে ২০২১ সালকে অভিশপ্ত বলে গালি দিচ্ছে। এটি গুনাহের কাজ। কেননা সময়ের ভালো ও মন্দ পরিবর্তন করেন স্বয়ং মহান আল্লাহ। তাই সময়কে গালি দিলে সেটা আল্লাহকে গালি দেওয়ার নামান্তর।

মহান আল্লাহ পৃথিবীসহ প্রত্যেক গ্রহ-নক্ষত্রের জন্য সময়ের ভিন্ন ভিন্ন সীমা নির্ধারণ করেছেন, তেমনি পরকালের জন্য স্বতন্ত্র সময়কাল সৃষ্টি করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ বলেছেন, মানুষ সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়। অথচ আমিই সময় (সময়ের স্রষ্টা), সব কিছুর নিয়ন্ত্রণ আমার হাতে, আমি রাত-দিনের পরিবর্তন করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৭৪৯১)

হাদীস শরীফে আছে,

قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَسُبُّ ابْنُ آدَمَ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ اللَّيْلُ وَالنَّهَارُ " .

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, মহীয়ান গরীয়ান আল্লাহ বলেনঃ আদম সন্তান সময় ও কালকে গাল-মন্দ করে, অথচ আমিই সময়, আমার হাতেই রাত ও দিন (-এর বিবর্তন সাধিত হয়)। (সহিহ মুসলিম-  ২২৪৬)

প্রশ্নকারী প্রিয় দ্বীনী ভাই/বোন!

১. যে কোন মন্দ বা খারাপ কোন বিষেয়কে যুগের সাথে সম্পৃক্ত করে কোন গালি দেওয়াকে নিষেধ করা হয়েছে। সুতরাং প্রশ্নেল্লিখিত কথাগুলি না বলাই শ্রেয়।

২. যদি সালাম ফেরানোর পরে এমন কোন কাজ না করেন যার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে প্রশ্নে বর্ণিত পন্থায় দুই সিজদা করলে আপনার নামাজ হয়ে যাবে।

৩.ফরয নামাযের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে, দ্বিতীয় রাকাতেও সূরা নাস পড়া উচিত। তবে ইচ্ছাকৃত ভাবে ফরযের উভয় রাকাতে একই সূরা পড়া অনুত্তম। (আততাজনীস ১/৪৬৭; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৪০; রদ্দুল মুহতার ১/৫৪৬, তাতারখানিয়া: ২/৬৮)

৪.স্বাভাবিক নিয়মে আমরা সকালবেলা বলতে ফজর নামাজের পর থেকে সুর্য ওঠা পর্যন্ত বুঝি। কিন্তু সন্ধ্যা বলতে আসলে কোন সময়টুকু সেটা বুঝতে সমস্যা হয়। এই সময়টা আসরের পর নাকি মাগরিবের পর- এটা নিয়ে এক ধরণের দ্বিধায় ভোগেন অনেকে।

এর সামধানে ইসলামি স্কলাররা বলেছেন, সন্ধ্যা বলতে সূর্যাস্তের পূর্ব মুহূর্তকেই বুঝানো হয়। সূর্যাস্তের পর থেকে রাত শুরু হয়ে যায়। তাই সন্ধ্যার জিকিরের সুন্নাহসম্মত সময় হলো- সূর্যাস্তের পূর্ব মুহূর্তে।

আল্লাহওয়ালা বুজুর্গরা এ সময়েই সান্ধ্যকালীন জিকির করার কথা বলেছেন, তাগাদাও দিয়েছেন। কিন্তু এ সময়ে যদি কেউ জিকিরগুলো আদায় করতে না পারেন- তাহলে তার ক্ষেত্রে মাগরিবের নামাজের তা আদায় করার সুযোগ রয়েছে। কোরআনের কারিমের বিভিন্ন আয়াত ও হাদিস থেকে এটাই প্রমাণিত হয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...