আসসালামু আলাইকুম,
হুজুর আমি একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছি।
ঘটনাসমূহের বিস্তারিত বিবরণঃ
১)
i. আমার স্ত্রীকে তালাকের কেনায়াসূচক কোনো বাক্য নিয়তের সাথে বলেছি কিনা তা আমার জানা নেই,তালাকের ইঙ্গিত সূচক শব্দ উচ্চারণ করলেও নিয়তের ব্যপারে আমি একেবারে সন্দেহের মধ্যে আছি। কখনো মনে হয় নিয়ত ছিলো,কখনো মনে হয় নিয়ত ছিলনা।
তাহলে কি তালাক হবে? তালাক না হইলে ভালো। নিয়ত যদি থেকেই থাকতো, কত তালাকের ছিলো তা তো আমি জানিনা।এক কথায় আমিতো নিশ্চিত না নিয়ত ছিলো কিনা। তালাক হইলে কত তালাক হবে?
ii. নিয়ত যদি থেকেই থাকতো, কত তালাকের ছিলো তা তো আমি নিশ্চিত না___সন্দেহমূলক এই কথা আপনাকে বলাতে কি তালাক হবে?
২)একদিন স্ত্রীকে বলেছিলাম,তুমি আমার সাথে সংসার করতে চাও কিনা?কারণ,আমি জোর করে সংসার করতে চাচ্ছিনা।তোমার মন যা চাচ্ছে তাই হবে।তুমি এ নিয়ে কি ভাবতেছো।
আমার স্ত্রী বলেছে-সে এ নিয়ে কিছুই ভাবেনা।সে সংসার করতে চায়।
( সে যদি সংসার করতে না চায় তাহলে জোর করে সংসার করতে চাচ্ছিনা )
i. জোর করে সংসার করতে চাচ্ছিনা বলার দ্বারা কি তালাক হবে?
( সে যদি সংসার করতে না চায় তাহলে জোর করে সংসার করতে চাচ্ছিনা )
ii. তোমার মন যা চাচ্ছে তাই হবে, বলার দ্বারা কি স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হয়েছে?
( অধিকার দেওয়া অর্থে-তোমার মন যা চাচ্ছে তাই হবে, বলিনি। তালাকের ব্যপারে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার অর্থে-তোমার মন যা চাচ্ছে তাই হবে,বলছি।)
৩) যেহেতু কেনায়া তালাক নিয়ে সন্দেহের মধ্যে আছি,তাই সন্দেহমূলক নতুনভাবে বিবাহ পড়াতে চাচ্ছি। নতুনভাবে বিবাহ পড়ানোর জন্য অভিভাবকদের বলছি।
যদি তালাক না হয় তারপরও বিয়ে পড়াই এবং তালাকের সন্দেহে অভিভাবক ও অন্যান্যদের নতুনভাবে বিবাহের ব্যবস্থা করতে বলায় কি কোনোভাবে তালাক হয়ে যায়? মানে তালাক গণনা হয়ে যাবে?
৪) তালাক হয়েছে কিনা তা যেহেতু জানিনা,
তাহলে অন্যান্য মানুষকে যে বলছি- 'আমার স্ত্রীকে তালাকের কেনায়াসূচক কিছু বলাতে তালাক হয়েছে নাকি আমার সন্দেহ হয়,নিয়ত ছিল কিনা সন্দেহ হয়,তালাকের ভয় হয়,কিন্তু আমার মনে হয় তালাক হয়নি,তারপরও সন্দেহের খাতিরে বিয়ে পড়াতে চাচ্ছি।
[ 'আমার স্ত্রীকে তালাকের কেনায়াসূচক কিছু বলাতে তালাক হয়েছে নাকি আমার সন্দেহ হয়,নিয়ত ছিল কিনা সন্দেহ হয়,তালাকের ভয় হয়,কিন্তু আমার মনে হয় তালাক হয়নি,তারপরও সন্দেহের খাতিরে বিয়ে পড়াতে চাচ্ছি।] ___মানুষকে এইসব গল্প বলায় কি তালাক হবে?
৫) নতুনভাবে বিয়ে পড়ানোর জন্য আমার পক্ষের কোনো অভিভাবক যদি উপস্থিত না থাকে,সব মেয়ের পক্ষের স্বাক্ষী ও অভিভাবক যদি উপস্থিত থাকে,কিন্তু আমি ছেলেপক্ষ থেকে আমার মা কে জানিয়ে যদি আবার বিয়ে পড়িয়ে নেই,পারিবারিক সমস্যার কারনে মা যদি উপস্থিত থাকতে না পারেন,কিন্তু নতুনভাবে বিবাহের অনুমতি দেন তাহলে কি বিবাহ সহীহ হবে? ( বিয়েটা পারিবারিকভাবে হয়েছে।অভিভাবকের অনুমতির ব্যপারে কোনো দ্বন্দ নেই।)
তাহলে কি বিবাহ সহীহ হবে?
৬) তালাকের ওয়াসওয়াসায় পড়ে মন মানেনা,মন বলতেছে বিয়ে পড়ালে শান্তি পাবো।তাহলে সন্দেহ মিটে যাবে।
নতুনভাবে বিবাহ পড়ানো কি যৌক্তিক হবে? নাকি না পড়ালেও চলবে?
প্রত্যেকটি প্রশ্নের পরিপূর্ণ উত্তর এবং সঠিক পরামর্শ দিয়ে আমাকে উপকৃত করবেন হুজুর।