ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার স্বামীর বক্তব্য-
"আমি আবার জিজ্ঞেস করি তুমি সিরিয়াস কিছু ভেবে বলোনি তো? সে রাগ করে বলে হ্যাঁ বলেছি, তো কি হয়েছে?এইটুকুও বুঝে নিতে পারো না যে আমি ওই ধরনের কিছু ভাবিনি, কেন বার বার জিজ্ঞেস করো?"
উক্ত বাক্যাবলিতে স্পষ্টই উল্লেখ আছে যে, স্বামীর তালাকের নিয়ত নেই।সুতরাং এ বাক্যাবলি দ্বারা তালাক পতিত হবে না।
একথা দিনের সূর্যের আলোর মতই পরিস্কার যে, উক্ত কথা দ্বারা তালাক পতিত হবে না।এরপরও মনের মধ্যে ওয়াসওয়াসার আসার কোনো কারণ আমাতের দৃষ্টিগোচর হচ্ছে না।
https://www.ifatwa.info/1379 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
তালাকের কথা চিন্তা লরল কিন্তু সে শব্দ করে উচ্চারন করল না, বা তার জিহবা নড়ল না, অর্থাৎ সে মনে মনে বলল, তাহলে তালাক পতিত হবে না।
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৯১,সহীহ মুসলিম-১২৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ওয়াসওয়াসা থেকে বাচুন।মানষিকভাবে শান্তিতে থাকুন।শয়তান থেকে পানাহ চান।আল্লাহ আপনার সহায় হোক।