ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
পাঠা দ্বারা প্রজনন ঘটিয়ে
এর বিনিময় নেওয়া জায়েয নয়। অনুরূপভাবে এর চুক্তি করাও জায়েয নয়। তবে পাঠার মালিক
বিনিময় ছাড়া তা না করতে চাইলে সেক্ষেত্রে ঠেকায় পড়ে বিনিময় দেওয়া জায়েয।
এমতাবস্থায় গুনাহ পাঠার মালিকের হবে।
হাদীস শরীফে এসেছে-
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ عَسْبِ الْفَحْلِ.
মুসাদ্দাদ (রহঃ) ... ইবনু
উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম পশুকে পাল দেওয়ানো বাবদ বিনিময় নিতে নিষেধ করেছেন। (সহীহ বুখারী: ২১৪০)
হাদীস শরীফে এসেছে-
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ طَرِيفٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ ثَمَنِ الْكَلْبِ وَعَسْبِ الْفَحْلِ.
আবূ হুরায়রা (রাঃ) থেকে
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য
ও পাঠার ভাড়া গ্রহণ করতে নিষেধ করেছেন। নাসায়ী ৪২৯৩,
৪৬৭৩, আবূ দাউদ ৩৪৮৪, আহমাদ ৭৯১৬, ৮১৮৯, ৯১০৮, ১০১১১, দারেমী ২৬২৩, ২৬২৪।
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. না, প্রশ্নোক্ত ক্ষেত্রে বিনিময় নেওয়া জায়েজ হবে না।
২. না, এই ক্ষেত্রেও বিনিময় নেওয়া জায়েজ হবে না।
উল্লেখ্য যে, কৃত্রিম ভাবে যেটা ডাক্তারের মাধ্যমে করা
হয় তার বিনিময় নেওয়া জায়েজ আছে। কারণ, এটা তৈরী করতে তার
খরচও হয়েছে।