আসসালামুয়ালাইকুম,স্বামী তার স্ত্রীকে শর্ত ছাড়াই তালাকের ক্ষমতা প্রদান করেছিলো । এখন স্ত্রীটি তার স্বামীকে বলেছে আমাকে তালাক দিন, তখন স্বামী দেনমোহরের টাকা বাঁচানোর জন্য যদি স্ত্রীকে বলেন তুমি দিয়ে দাও , আর স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় , আর কোনো যোগাযোগ না হয় তাদের মধ্যে এক বছর , আর স্ত্রী বলেনি আমি নিজের উপর তালাক নিলাম তা না বলে বলেছে আমি তাকে তালাক দিলাম । এমতাবস্থায় তালাক হবে কি , নাকি নতুন করে স্ত্রীকে বলতে হবে আবার