ধরুন
১।কারো এক মাসের খাবার খরচ এবং অন্যান্য অতিরিক্ত খরচ বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ আছে।এবং ব্যক্তির প্রয়োজন অনুযায়ী এর পরিমাণ কম-বেশি হতে পারে।
এক্ষেত্রে সে যদি তার নির্দিষ্ট কাজে অর্থ ব্যয় না করে এবং নিজে কষ্ট করে ঐ কাজে যে অর্থ ব্যয় হতো সেগুলো জমা করে এবং হালাল কাজে ব্যয় করে তাহলে এটি জায়েজ হবে কি না?
২।একটি হালাল কাজের জন্য অর্থ নিয়ে অন্য একটি হালাল কাজে অর্থ ব্যয় করলে সেটি জায়েজ হবে কি না?