বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/3101 নং ফাতাওয়ায় বর্ণিত রয়েছে যে,
কসম বা শপথ তিন প্রকার যথাক্রমে-
ومنعقدة، وهو أن يحلف على أمر في المستقبل أن يفعله، أو لا يفعله، وحكمها لزوم الكفارة عند الحنث كذا في الكافي.
(৩)মুনআকিদাহ- ভবিষ্যৎকালে কোনো জিনিষ করা বা না করার শপথ করা।শপথ পূর্ণ না করলে এর কাফফারা অবশ্যই দিতে হবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-২/৫২)
https://www.ifatwa.info/1808 নং ফাতাওয়ায় বলেছি যে,
কসমের ধারাবাহিক তিনটি কাফফারার প্রথমটি হল,১০জন মিসকিনকে সকাল-বিকাল দু'বেলা খাদ্য খাওয়ানো বা বস্র পরিধান করানো।খাওয়ানো পড়ানো সম্ভব না হলে,১০জনের প্রত্যেকজনকে একটি ফিতরা সমপরিমাণ টাকা দিলেই কাফফারা আদায় হয়ে যাবে।দ্বিতীয়ত একজন গোলাম আযাদ করা।তৃতীয়ত ধারাবাহিক তিনটি রোযা রাখা।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
নিজ ইচ্ছার বিরুদ্ধে কখনো কসম হবে না।
(২)
উপরের লিংকে ক্লিক করুন।
(৩)
আওয়াজ ব্যতিত কসম হবে না।কসমের জন্য মুখ নাড়িয়ে বলা শর্ত।
(৪)
মনে মনে কোন খারাপ চিন্তা আসলে লিঙ্গে যদি আলোড়ন সৃষ্টি হয় তাহলে সগিরা গোনাহ হবে।
(৬)
গোনাহ হবে না।
(৭)
জ্বী সত্য।