ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/5215 নং ফাতাওয়ায় আমরা
বলেছি যে,
নামাযের মধ্যে
সতরের আওতাধীন কোনো একটি অঙ্গের এক চতুর্থাংশ যদি স্বেচ্ছায় খুলা হয়,তাহলে এক মুহুর্তের জন্য খুলা হলেও নামায
ফাসিদ হয়ে যাবে।কিন্তু যদি অনিচ্ছায় এক চতুর্থাংশ খুলে যায়,তাহলে তিন তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আ'লা) পরিমাণ সময় পর্যন্ত খুলে গেলে নামায
ফাসিদ হবে। কিন্তু যদি তিন তাসবিহ পরিমাণ সময় থেকে কম হয়,কিংবা এক চতুর্থাংশ থেকে কম হয়,তাহলে নামায
ফাসিদ হবে না।
নামাযের মধ্যে
অঙ্গের হিসাব কিছুটা ভিন্ন রকমের।নাভী থেকে নিয়ে লজ্জাস্থানের উপরী ভাগ পর্যন্ত
একটি অঙ্গ। এই অঙ্গের এক চতুর্থাংশ যদি নামাযে খুলে যায়,এবং ইচ্ছাকৃত হয়,তাহলে নামায ফাসিদ হয়ে যাবে। (আহসানুল
ফাতাওয়া-৩/৩৯৯)
সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনি ভাই!
জমিন বরাবর
জুব্বার নিচে ফাঁকায় থাকে। তাই এতে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। তেমনি ভাবে লুঙ্গির নিচের দিকে ছিদ্র হয়
তাহলে নামায ফাসিদ হবে না। আর উপরের দিকে লজ্জাস্থান ব্যতিত অন্যত্র হলে,
এবং ছিদ্রটা যতসামান্য হলেও নামায ফাসিদ হবে
না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামাজ সহীহ হয়ে গিয়েছে।