আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
334 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
সুরা বাকারার ২৮২ নং আয়াতে যে ঋণের মেয়াদ নির্ধারণ,  লিখে রাখা ও সাক্ষী রাখার কথা বলা হয়েছে তা কি ফরজ, ওয়াজিব নাকি মুস্তাহাব?

আর আজকাল তো সামনাসামনি লেনদেন হয় না। প্রায়শই বিকাশে বা অনলাইনে লেনদেন হয়। সেক্ষেত্রে সাক্ষীর বিষয়টা কিভাবে রাখা হবে? দু'জনকে অবহিত করে একটা অনলাইন ডকুমেন্ট রাখলেই কি চলবে? যেমন গুগল ডকুমেন্টে ২ জনকে অ্যাকসেস দিয়ে দেয়া যায়।
একজনের কাছে শুনলাম ' সরাসরি উপস্থিত জরুরি   ৷ উপস্থিত ব্যতীত শাক্ষী হতে পারে না'

কথা হল- আমার ব্যাংক একাউন্ট থেকে এক ক্লিকেই অন্যকে পাঠাচ্ছি! কাজেই সাক্ষী উপস্থিতই বা করব কী করে? ডিজিটাল লেনদেন তো দেখা যাচ্ছে না।
উক্ত আয়াতে ঋণগ্রহীতাকেই লিখিয়ে নিতে বলা হয়েছে।এবং আল্লাহ তায়ালা ছোট বড় যাই হোক, লিখতে বলেছেন!
ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এটার উপর কীভাবে আমল করা যায়?

আর মেয়াদ নির্ধারণের কথাও আয়াতে এসেছে। এ হুকুমটি ফরজ, ওয়াজিব নাকি মুস্তাহাব?
মেহেরবানি করে জানাবেন।
আর পুরো কুরআনের সবচেয়ে বড় আয়াতে এবং বেশ তাগিদ সহকারে লেখার হুকুম থাকা সত্ত্বেও যদি আয়াতের হুকুম মুস্তাহাবই হয়, এর কারণ সংক্ষেপে ব্যাখ্যা করলে কৃতজ্ঞ থাকব।

1 Answer

0 votes
by (597,330 points)
জবাবঃ-
লেনদেনে সাক্ষী রাখা মুস্তাহাব।
ইবনে আবেদীন শামী রাহ লিখেন,
وفي البحر قيدنا الإشهاد بأنه خاص بالنكاح لقول الإسبيجابي: وأما سائر العقود فتنفذ بغير شهود ولكن الإشهاد عليه مستحب علية. اهـ. وفي الواقعات أنه واجب في المداينات، وأما الكتابة ففي عتق المحيط يستحب أن يكتب للعتق كتابا ويشهد عليه صيانة عن التجاحد كما في المداينة بخلاف سائر التجارات للحرج؛
শুধুমাত্র বিবাহর ক্ষেত্রেই সাক্ষী রাখা শর্ত।তাছাড়া অন্যান্য লেনদেন ও চুক্তিতে সাক্ষী রাখা জরুরী নয়,বরং মুস্তাহাব।হ্যা ঋণের বেলায় সাক্ষী রাখা ওয়াজিব।এবং গোলাম আযাদের বিষয়টা লিখে রাখা ও সাক্ষী রাখা মুস্তাহাব যাতেকরে পরবর্তীতে কোনোপ্রকার ঝগড়া না হয়।যেমন ঋণ ইত্যাদির বিষয়ে।
তাছাড়া অন্যান্য চুক্তি যেমন ব্যবসা-বাণিজ্য ইত্যাদির বেলায় লিখে রাখা মুস্তাহাব নয়।কেননা এতে বেশ ঝামেলার উদ্ভব হবে।(রদ্দুল মুহতার-৩/২১)
বিস্তারিত জানুন-2690


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (25 points)
মুহতারাম মুফতি সাহেবকে শুকরিয়া উত্তরটি দেয়ার জন্য। 
পুণরায় বিরক্ত করায় মাফ চাইছি। 

আমার প্রশ্নগুলি ছিল- ঋণ গ্রহণের ক্ষেত্রে সুরা বাকারার ২৮২ নং আয়াতে যা বলা হয়েছে সে সব হুকুম যথা 
১। মেয়াদ নির্ধারণ -ফরজ, ওয়াজিব নাকি মুস্তাহাব?
২। লিখে রাখা -ফরজ, ওয়াজিব নাকি মুস্তাহাব?
৩। সাক্ষী রাখা -ফরজ, ওয়াজিব নাকি মুস্তাহাব?

উত্তরে প্রদত্ত রদ্দুল মুহতারের উদ্ধৃতিতে- "শুধুমাত্র বিবাহর ক্ষেত্রেই সাক্ষী রাখা শর্ত। তাছাড়া অন্যান্য লেনদেন ও চুক্তিতে সাক্ষী রাখা জরুরী নয়,বরং মুস্তাহাব। হ্যা ঋণের বেলায় সাক্ষী রাখা ওয়াজিব

সম্ভবত নিজের অযোগ্যতার কারণেই আমার কাছে কথাটি অস্পষ্ট মনে হচ্ছে। কর্জে হাসানার ক্ষেত্রে সাক্ষীর বিষয়টা কী দাঁড়ালো তাহলে? 

 আর যদি মুস্তাহাবও হয়, তাহলে এ যুগে কীভাবে আমল করা হবে? যখন লেনদেন অনেক সময়ই ডিজিটাল। বাস্তবে তা দেখা যায় না। সেক্ষেত্রে  দু'জনকে অবহিত করে একটা অনলাইন ডকুমেন্ট রাখলেই কি চলবে? যেমন গুগল ডকুমেন্টে ২ জনকে অ্যাকসেস দিয়ে দেয়া যায়।

এছাড়া কর্জে হাসানার মেয়াদ নির্ধারণের ব্যাপারে হুকুম কি তা যদি বলতেন বড় উপকৃত হতাম। 
by
প্রশ্নটির পূর্ণ উত্তর কি পাওয়া গেছে?
by (597,330 points)
দেখেন, লেনদেনের ক্ষেত্রে সাক্ষী বা দলীল প্রমাণ রাখা মুস্তাহাব। সুতরাং রাখতে পারলে তো ভালো। না রাখলেও কোনো সমস্যা নাই।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 282 views
...