বিসমিহি তা'আলা
জবাবঃ-
বিকাশ,ফ্লেক্সিলোড, রকেট ইত্যাদি ব্যবসাকে কম্পানির রুল মত করলে তা অবশ্যই জায়েয।
আপনি যে ২৯৳রিচার্জে ৩০৳টাকা গ্রাহকের কাছ থেকে নেন।সেই এক টাকা যদি গ্রাহক ইচ্ছা করে দিয়ে যায় তবে তো সেটা হালাল।এতে কোনো সন্দেহ নাই।আর যদি গ্রাহক ইচ্ছা করে না দেয় বরং আপনি কোনো কৌশল অবলম্বন করে রেখে দেন, তাহলে এই এক টাকা আপনার জন্য হালাল হবে না।
আমাদের জানামতে কম্পানির রোল হল,যতটাকা গ্রাহক রিচার্জ করবে,গ্রাহক থেকে এজেন্ট শুধুমাত্র ততটাকাই রাখবে।কমবেশী করতে পারবে না।
হ্যা তবে যদি কম্পানি কমবেশ করার অনুমতি দেয় তাহলে তো তা জায়েয।
এখানে বিশেষ কারণে সুদের প্রসঙ্গ আসবে না।
সুত্র-মুবাইল ফোন ব্যবহারঃবৈধতার সীমারেখা কতটুকু-২৩
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ