মেডিকেল কলেজে কোন পরীক্ষায় পাস না করলে পাস করা পর্যন্ত ঐ পরীক্ষা বারবার দিতে হয়। এখন কেউ যদি কম পড়ে, চেষ্টা কম করে, এক-দু'বার ফেল করে, তাহলে তার কি গোনাহ হবে? হয়তো তার পাস করে ডাক্তার হয়ে বেরোতে একটু দেরি হবে, আমার প্রশ্ন- এই গাফেলতির জন্য গোনাহ হবে কি না? আল্লাহ কি এই কারণে তার উপর অসন্তুষ্ট হবেন? হাসরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? কম পরিশ্রমের কারণে?
এই চিন্তায় তার একটু পেরেশানি কাজ করে, উত্তর দেবেন মেহেরবানী করে।