আসসালামু আলাইকুম,উস্তাদ। আমার একজন বন্ধু আমাকে প্রশ্নটি করতে বলেছেঃ
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আইন বিষয়ে আমার কিছু প্রশ্ন ছিলো;, শাইখ, আমি আইনে পড়তে ইচ্ছুক, এখন তা কতটুকু শরিয়া সম্মত হবে? নিয়ত যদি মানুষের সেবা করা, আলিমদের পক্ষে কাজ করা, হক্বের পক্ষে থাকা হয় তাহলে কি আমি আইন নিয়ে পড়তে পারি? ইসলামের মৌলিক নীতি অনুযায়ী আমি কি পড়তে পারব আইন বিষয়ে?
(আমি একটা কাফির রাষ্ট্রে থাকি। এখানে মুসলিম কমিউনিটি অনেক বিশাল এবং তাদের উপর অনেক জুলুম হয় আইনিভাবেই)