আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
170 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ
১. শাইখ ড. মুহাম্মদ সায়িদ রমাদান বুতি'র লেখা " ফিকহুস সীরাহ " এর দুটি খন্ড যা তাযকিয়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে । এই বইটি সম্পর্কে জানতে চাচ্ছি  । বইটি কি নির্ভরযোগ্য ? জ্ঞান অর্জনের জন্য কি বইটি নিঃসন্দেহে পড়তে পারব ?
২. সীরাত সম্পর্কে কিছু ভালো নির্ভরযোগ্য বই লেখকের নাম ও প্রকাশনীসহ সাজেস্ট করবেন ।

জাযাকাল্লাহ খয়রান

1 Answer

0 votes
by (679,000 points)
وعليكم السلام ورحمة ورحمة وبركاته 
بسم الله الرحمن الرحيم 



(০১)

জানা মতে বইটি নির্ভরযোগ্য।  
জ্ঞান অর্জনের জন্য বইটি পড়তে পারেন।


(০২)

সীরাতে খাতিমুল আম্বিয়া (সাঃ), হযরত মাও মুহা. মুফতি শফী রহঃ প্রকাশক: এমদাদিয়া পুস্তকালয়

সীরাতে মুস্তফা। আল্লামা ইদ্রীস কান্দলভী রহ.। প্রকাশক: মদীনা পাবলিকেশান্স

আর রাহীকুল মাখতূম। আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী। অনুবাদ: খাদিজা আখতার রেজয়ী। প্রকাশক: আল কোরআন একাডেমী লন্ডন

হযরত মুহাম্মদ সা- আমাদের বিপ্লবের নকশা, মুহাম্মদ যাইনুল আবেদীন, প্রকাশক: নাদিয়া বুক কর্ণার।

সীরাতে রসূলে পাক (সঃ), মাও মো. আখতার ফারুক। প্রকাশক: এমদাদিয়া লাইব্রেরী।

বিশ্বশান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার হ: মুহাম্মদ। মাওঃ রুহুল আমীন, প্রকাশক: ইনকিলাব পাবলিকেশন।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী। অধ্যাপক মাওলানা সিরাজউদ্দীন, প্রকাশক: আলিফ পাবলিকেশন্স।

শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সা.), হযরত মাও: মুফতী শফী (র.), প্রকাশক: মাকতাবাতুল আখতার।

আল-কোরানের আলোকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স), মাও. মমতাজ উদ্দিন আহম্মেদ, প্রকাশক: সিদ্দিকীয়া পাবলিকেশন্স।

মুহাম্মদ (স), তওফিকুল হাকীম মিশরী। প্রকাশক: আলকোরআন একা: পাবলিকেশন্স

সীরাতে খাতিল আম্বিয়া। মুফতী মুহাম্মদ শফি রাহ. প্রকাশক: লিখনী পাবলিকেশন

সহজ বাংলা সীরাতে খাতেমুল আম্বিয়া। মুফতী মীযানুর রহমান কাসেমী, প্রকাশক: ফয়েজিয়া কুতুবখানা।

সীরাতে মুস্তফা (স), ইমাম নব্বী (রহঃ)। প্রকাশক: মোহাম্মদী লাইব্রেরী।

সীরাতে রাসূলে আকরাম : বিশ্ব নবীর জীবনী। মুফতী মীযানুর রহমান কাসেমী, প্রকাশক: নাদিয়াতুল কুরআন।

সীরাতে ইবনে হিশাম। প্রকাশক: বাংলাদেশ ইসলামিক সেন্টার

সীরাত এলবাম, আহমদ বদরুদ্দীন খান। প্রকাশক: মদীনা পাবলিকেশান্স

মহানবীর সীরাত কোষ, খান মোসলেহ উদ্দীন আহমদ। প্রকাশক: আধুনিক বই পাবলিকেশন

সীরাত রসূলূল্লাহ (সা:), ইবনে ইসহাক শহীদ আখন্দ। প্রকাশক: গতিধারা

সীরাত বিশ্বকোষ। প্রকাশক: ইসলামিক ফাউন্ডেশন

শিশু-কিশোর সীরাতুন্নবী স. সিরিজঃ ১-১০ খন্ড। ইয়াহইয়া ইউসুফ নদভী, প্রকাশক: মাকতাবাতুল আশরাফ।

ছোটদের নবী-রাসুল সিরিজ, মাওলানা মিরাজ রহমান। প্রকাশক: মাকতাবাতুত তাকওয়া

ছোটদের প্রিয় নবী, আয়শা গর্ভানিওর। প্রকাশক: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স

এরশাদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা তাকী উসমানী, প্রকাশক: মোহাম্মদী লাইব্রেরী

সীরাতে খাতামুন্নাবীঈন। মোহাম্মদ আফতাব উদ্দীন, প্রকাশক: মদীনা পাবলিকেশান্স


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...