আসসালামু 'আলাইকুম।
আমার বাসায় আজ পানি ছিলনা।আমি একাই এক রুমে থাকি।একটি টিউবওয়েল আছে,১০০ মিটার দূরে ত আমি আমার ৫ লিটার পানির বোতল ও বালতি ভরে আনি,গোসলের নিমিত্তে। প্রথমে বালতির পানি শেষ হয়,এরপর বোতলের পানিও য়ুজ করি,শেষ হয়,তবুও তখন নাকি মুখে পানি দেয়া বাকি(গোসলের শুরুতে না দিয়ে মাঝে দি)। তখন বালতি থেকে চুয়ে চুয়ে কিছু পানি নিয়ে শরীরের নিচের অংশের যেখানে পানি পৌছেনি দেয়ার চেষ্টা করি।পুরাপুরি যায় কিনা সিউর না,কারণ আমি ওয়াসোয়াসার রোগী সন্দেহ হয়,তবে সবজায়গায় ভেজা হাত বুলিয়েছি এটা সিউর ইন শা আল্লাহ।এবং আমি সে অবস্থায় গা না মুছে কাপড় পড়ে যেয়ে আরেক বোতল ১০০মিটার দূরের টিউবওয়েল থেকে ভরে এনে নাকে মুখে পানি আর ওসব সন্দেহপূর্ণ জায়গার কিছু অংশ সরাসরি পানি দি,আবার কিছু জায়গায় ভেজা হাত দিয়ে মুছতে হয়।
দ্বিতীয়বার পানি ভরে আনার পর কাপড় খুলে দেখি ৯০ শতাংশ জায়গা মুছে গেছে শরীরের।
এরপর সেই ফরজ গোসলে নামাজ আদায় করেছি।
যাইহোক এভাবে গোসল শেষ করেছি,আমার ফরজ গোসল কি হয়েছে?
এটা লেখা পর্যন্ত পানি আসেনি