আসসালামু আলাইকুম,
সোশ্যাল মিডিয়ায় পড়লাম, হাদিসে বর্ণিত (সম্ভবত সহীহ তারগীব, ১৯৪৮ এ), স্বামীর অবাধ্য স্ত্রী স্বামীর কাছে ফিরে আসা পর্যন্ত ঐ স্ত্রীর সালাত (সম্ভবত আল্লাহর কাছে পৌঁছবে না)। অথবা, স্বামীর আদেশ না মানলে ঐ স্ত্রী জাহান্নামী।
- স্বামী যদি বাবা-মা, খালাদের দাবী (যৌতুক/অর্থ সংক্রান্ত/অনৈতিক) দাবী পূরন করতে না পেরে প্রতি নিয়ত লাঞ্চিত হতে থাকে, এবং তারা মেয়েকে সংসার করতে দিবেনা বলে দিয়ে ছেলেকে সরিয়ে রাখে দীর্ঘ ৫ বছরের কাছাকাছি, এরপর ৩.৫ বছর পর বলে ছেলের উপস্থিতিতে, (যেহেতু মেয়ে/মেয়ের বাবা-মা অনেক কিছু দিতে পারেনি, তাদের ভাষায় "গিফট", যৌতুক না), তাই মেয়েকে লিখিত দিয়ে আসতে হবে ঘরের সব কাজ করবে, খেতে বলবেনা, সারাদিন বিছানায় পা রাখতে পারবেনা। মেয়েকে এসব মেনে লিখিত দিয়ে নিজে থেকে আসতে হবে। ছেলেকে নিতে আসতে দিবেনা। বাবা-মা, খালা, ভাই-বোনের কথাই ছেলের কথা (সে প্রথম দিকে বৌ এর জন্য কাদতো), ছেলেকে তার ছোট ভাই একদিন মেরেছেও, যদিও ছেলেই প্রধান উপার্জনকারী। ছেলে, মেয়েকে তালাক পাঠাতে বলে, আর না হয় মেয়ে কে নিজ থেকে এসে সব অত্যাচার সহ্য করে থাকতে। মেয়েও তো মানুষ, বাবা-মা কে নিয়ে অপমান করে, গাল-মন্দ করে। কুরআন হাদীস দিয়ে মেয়ে বোঝাতে গেলে ও গাল-মন্দ করে, মিথ্যা তো আছেই।
ছেলের খালারা ছেলেকে বিয়ে দিতেও চাচ্ছে। (এই বিয়েতে কিছু পায়নি) ছেলে যদিও বলে সে প্রায়শ্চিত্ত করবে। মেয়েও বিয়ে করবেনা। এখন মেয়ে যে ঐ সব শর্ত মেনে যায়নি, সে ভদ্রভাবে এসে নিয়ে যেতে বলেছিল, এবং কুরআন সুন্নাহ অনুযায়ী সংসার করার জন্য বলেছিল। ছেলের পরিবার দেয়নি। বলেছে, মেয়ের যত টাকা-পয়সা সব সাথে করে নিয়ে নিজে থেকে আসতে হবে। এখন প্রায় ৯ মাস ছেলে আর যোগাযোগ ও করেনি। ছেলের খালাতো এক ভাই বলে, " ফিরাউন এর অত্যাচার সহ্য করে আছিয়া (আঃ) সংসার করতে পারলে মেয়ে পারেনা কেন?" (ফিরাউন এর মতো অত্যাচার সহ্য না করতে পেরে কি মেয়ে গুনাহগার হচ্ছে?) মেয়ে সবরকম চেষ্টা করেছে ইসলাম মেনে সংসার করতে।
এখন কি মেয়ে এভাবে থেকে গুনাহগার হচ্ছে? তার ইবাদত কি কবুল হবেনা? [মেয়েকে আল্লাহ না করুক কোন ক্ষতি করে ফেললেও ছেলে কিছু বলতে পারবেনা। ]
জাযাকাল্লাহু খাইরান।