আসসালামু আলাইকুম....
আমি একটা বিষয় জানতে চাচ্ছি। একজন মেয়ে কথায় কথায় বলে যে একজন ফেমিনিস্ট, সে সমঅধিকার হিসাবে নিজে জন্য ৪ টা বিয়ে করে তা প্রতিষ্ঠা করবে।
যখন তাকে যখন বলা হয় এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে তখন সে বলে, সে এটা fun করে বলে। আবার এটাও বলে এই চার বিয়ে করাতে তার জিনার শাস্তি হবে কিন্তু ঈমান যাবে না, কারণ তার মনের বিশ্বাস তার মনেই আছে সে এগুলো fun করে বলে। কিন্তু তারপরও সে নিজেকে ফেমিনিস্ট বলে আর সমঅধিকার হিসাবে ছেলেদের মত 4 টা বিয়ে করার কথা বলে fun করে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, ইসলামের এই fun করাতে তার ঈমানের কি কোনো ক্ষতি হবে?