আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
203 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (43 points)
closed by
অনেকেই নিজেদের ঘরে ক্বাবার ছবি বা শোপিছ রেখে থাকে। অন্য কোন উদ্দেশ্য ছাড়া সৌন্দর্য বর্ধনের জন্য অথবা শখ করে এমনটা করা জায়েজ আছে কিনা? আমার বোন কাগজের মধ্যে কিছু উপাদান দিয়ে ক্বাবা ঘরের মত প্রতিকৃতি তৈরি করে থাকে। এটার জন্য কি গুনাহ হবে?
closed

1 Answer

0 votes
by (675,600 points)
selected by
 
Best answer
উত্তর
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো  কা'বার প্রতি মুহাব্বত প্রদর্শন করতে গিয়ে,কা'বার সম্মানার্থে  ঘরে কা'বার ছবি বা শোপিজ রাখা জায়েজ  আছে।(কিতাবুল ফাতওয়া ৬/১২৬)
তবে মুহাব্বত উদ্দেশ্য না রেখে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য কাবার ছবি বা শোপিজ রাখা ঠিক নয়।
 মুহাব্বত উদ্দেশ্য রাখতে হবে।  
ফাতাওয়ায়ে আলমগীরীতে আছে
ویجوز ان یعلق مافیہ صورۃ غیر ذات روح، عالمگیری کوئٹہ ج۵؍ص۳۵۰؍ کتاب الکراہیۃ، الباب العشرون فی الزینۃ واتخاذ الخادم للخدمۃ
যার সারমর্ম হলো  যেই ছবির ভিতরে কোনো প্রাণীর ছবি থাকবেনা,সেই ছবি ঘরে টাঙ্গানো জায়েয আছে।    

★কা'বার ছবি টাঙ্গানো জায়েয আছে,তবে সেই দিক করে যদি নামাজ পড়া হয়,তাহলে একটু উপরে রাখবে।
অন্যথায় সেই দিকে  মুছল্লির নজর যেতে পারে।
(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যায় ২৯/২৫৬)
,
তবে এটাকে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফ্রেম আকারে বাধিয়ে বাধা আদবের খেলাফ । 
(ফাতাওয়ায়ে  মাহমুদিয়্যাহ ২৯/২৬৫)

আল্লাহ তায়ালা বলেন 
 ومن یعظم شعائر اللّٰہ فانہا من تقویٰ القلوب سورۃ الحج آیت ۳۲؍
যার সারমর্ম হলো আল্লাহর শিয়ার কে তা'জীম করতে হবে।
কারনে এটা কলবের তাকওয়া। 
,
★কাবা ঘরের প্রতি মুহাব্বাত এবং সম্মানার্থে  কাগজের মধ্যে কিছু উপাদান দিয়ে ক্বাবা ঘরের মত প্রতিকৃতি তৈরি করা 
জায়েজ আছে।
তবে লক্ষ্য রাখতে হবে যে সেই কাবা ঘরের প্রতিকৃতির প্রতি যেনো অসম্মান প্রদর্শন না করা হয়। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (43 points)
জাযাকাল্লাহু খাইরান। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...