আসসালামু 'আলাইকুম হযরত,
১,দেহের কোনো অংশে নাপাক তেল লাগবে তা কি একবার পানি ঢালা যথেষ্ট? যদিও বা তৈলক্ততা রয়ে যায়? এক হুজুর বলেছে,সবসময় একবার পানি ঢালা যথেেেষ্ট না,আবার কখনো একবার ঢালা যথেেেষ্ট। আপনাদের কাছে বিস্তারিত জানতে চাই কখন কি রকম
২,ফরজ গোসল করছিলাম, হুট করে পানি শেষ হয় কিন্তু কিছু অংশ পানি দেয়া বাকি,তখন স্ত্রীকে বলি মিনারেল ওয়াটার যেটা খাবার নিয়াতে কেনা সেটা দিতে,সেটা থেকে কিছু নিয়ে বাকি কাজ সারি,এরপরেও কিছু জায়গায় পানি দেয়া বাকি থাকি,পরে পানি আসি, খাবার পানির সাথে সেটা মিক্সড করে রেখে সেই পানি দিয়ে বাকি কাজ করি।এতে কি গোসল শুদ্ধ হবে?
কারণ জানতাম ওয়াকফ করা পানি পবিত্রতার কাজে ব্যবহার করা যাবেনা।আমি পানিটা খাওয়ার নিয়াতে কিনেছিলাম