ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
যদি মগের মাথা নাপাক স্থানে স্পর্শ করে এবং এবং মগের মাথায় নাপাক পানি লাগার ব্যাপারে নিশ্চিত থাকা যায়, তাহলে বালতির পানি নাপাক বলেই বিবেচিত হবে। সুতরাং আপনার ফরয নামায হয়নি। আপনাকে আবার গোসল করে নামায পড়তে হবে।
(২)
যদি মগের মাথা নাপাক স্থানে স্পর্শ করে এবং এবং মগের মাথায় নাপাক পানি লাগার ব্যাপারে নিশ্চিত থাকা যায়, তাহলে বালতির পানি নাপাক বলেই বিবেচিত হবে। সুতরাং আপনার ফরয নামায হয়নি। আপনাকে আবার গোসল করে নামায পড়তে হবে।
(৩)
"কিভাবে কি হল? কেমনে বিয়ে হল? কিছুই বুঝলাম না।"
উক্ত কথা দ্বারা বিয়েতে কোনো সমস্যা হবে না।