ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)"তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ের পর তালাক হয়ে যাবে"।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উক্ত কথা দ্বারা শুধুমাত্র বিয়ের আগের নাচই ধর্তব্য হবে।তথা বিয়ের আগে নাচলে বিয়ের পর তালাক হবে।তবে বিয়ের পর নাচলে তালাক হবে না।
(২)তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ে হলে তালাক হয়ে যাবে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উক্ত কথা দ্বারা পূর্বের মতই বিয়ের পূর্বের নাচ শর্ত হিসেবে ধর্তব্য হবে। সুতরাং বিয়ের পর নাচলে তালাক হবে না।
(৩)"তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ে হলে বিয়ের পর তালাক হয়ে যাবে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উক্ত কথা দ্বারা বিয়ের পূর্বের শর্তই সাধারণত বুঝায়, তবে বিয়ের পরের নাচকেও উক্ত বাক্য শামিল রাখে।
সুপ্রিয় প্রশ্ন কারী দ্বীনি ভাই/বোন!
আপনার বক্তব্যর বিত্তিতে আমরা পূর্বে বলেছিলাম যে, বিয়ের পূর্বের নাচকেই ধর্তব্য করা হবে।
আপনার বর্তমান উল্লেখিত বিবরণের বিত্তিতে আমরা বলবো যে, আপনার বক্তব্য তালাকে কেনায়ার অন্তর্ভুক্ত। সুতরাং আপনার নিয়ত কি ছিল? সেটাই লক্ষণীয়।
আপনার নিয়তে যদি বিয়ের পূর্বের ও পরের নাচ থাকে, তাহলে বিয়ের পূর্বের ও পরের নাচই ধর্তব্য হবে।এবং বিয়ের পূর্বে বা পরে যে সময়ই নাচা হবে, তালাক পতিত হয়ে যাবে।