অনেক সময় আমরা অনেককে সালাম দেই কিন্তু তা মন থেকে দেইনা, দেই এজন্য যে সালাম না দিলে সে কি মনে করবে?
দেখা যায় অনেক বড় ভাই, প্রতিবেশী যাদের জন্য মন থেকে সালাম আসে না, এমন কিছু কাজ তারা করে যা ইসলামে নাজায়েজ, মন থেকে তাদের জন্য সালাম আসেনা, কিন্তু সে কি মনে করবে তাই সালাম দেই। এটার ব্যাপারে ইসলাম কি বলে?
যেমন: আজকে আমার ছাত্রের মামার সাথে প্রথম দেখা হয় আমি সালাম দেই, কিন্তু ব্যাপারটা ঠিক মন থেকে দেয়া হয়নি, না দিলে কেমন দেখায় এরকম। সে উত্তরও দেয়নি।
তারপর আমার এক আত্মীয় ওনার সাথে দেখা হলে সালাম দেই, যখন সালাম দেই তখন সে সিগারেট খাচ্ছিল, শুধু আত্মীয় দেখে দিয়েছি। দেয়ার সময়ই মাথায় আসে যে সিগারেট খাচ্ছে এমন লোকের শান্তি চাচ্ছি
এখন মাথায় আসল এই কাজটা শিরক কিনা? এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য না, মানুষের সন্তুষ্টির জন্য। কাজটা কি শিরক? Zdi শিরক হয় তবে এটা শিরকে আকবর না আসগর?