আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
উস্তায,,আমি সালাতুল ইস্তেখারা আদায়ের সময় নিয়্যাত করেছি এভাবে,"আমি আল্লহর ওয়াস্তে কিবলামুখী হইয়া ২ রাকায়াত স্বলাতুল ইস্তেখারা আদায় করিবার নিয়্যাত করিলাম,আল্লহু আকবার""
নফল শব্দটা উল্লেখ করি নি।
আমার কি সহীহভাবে স্বলাত আদায় হয়েছে?
যদি ভুল হয়,নিয়্যাত টা একটু বলে দিলে খুব উপকার হয়,,
যদি ভুল হয়,এ যাবতকাল পর্যন্ত যতো ইস্তেখারা স্বলাত আদায় করেছি,,কোনোটাই কি শুদ্ধপন্থায় হয় নি? আমি সালাম ফিরিয়ে মোনাজাতে দু'আ রা পড়তাম।
জাযাকুমুল্লহু খয়ের