বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/7746 নং ফাতাওয়ায় বলেছি যে,
إذا قرأ الفاتحة في ركعة مرتين، فإن كان ذلك في الأولين فعليه السهو من غير فصل بينهما إذا قرأ بينهما سورة أو لم يقرأ، وإن كان في الآخريين فلا سهو عليه.
যদি কেউ ফরযের প্রথম দু'রাকাতের কোনো এক রা'কাতে সূরায়ে ফাতেহাকে দুইবার করে পড়ে নেয়,তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।তবে শেষ দু'রাকাতে হলে সাহু সিজদা ওয়াজিব হবে না।
(আল-মুহিতুল বুরহানি ফি ফেকহিন-নু'মানী-১/৫০২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফরয নামাযের প্রথম দু'রাকাতের কোনো এক রা'কাতে যদি কেউ সূরায়ে ফাতেহার কোনো এক আয়াতের কিছু অংশকে দুই বার তিলাওয়াত করে নেয়,বা সূরায়ে ফাতেহা তেলাওয়াত করার পর তিন তাসবিহ পরিমাণ সময় অতিবাহিত হওয়ার পর ক্বেরাত শুরু করে,তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।(কিতাবুন-নাওয়াযিল-৩/৬১০)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
সূরায়ে ফাতেহাকে কেউ যদি দুইবার পড়ে নেয়, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে।সুতরাং প্রশ্নের বিবরণমতে ওয়াজিব আদায়ে দেড় হওয়ার জন্য আপনার উপর সাহু সিজদা আসবে। সাহু সিজদা না দিলে, আবার উক্ত নামাযকে দোহড়াতে হবে।