আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
119 views
in সালাত(Prayer) by (4 points)
যেকোনো নামাজে ফরয/সুন্নাত বা নফল নামাজে সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলানোর জন্য পরের সূরা পড়তে পড়তে একটু ভুল পড়তেছি মনে হলে, আবার যদি প্রথম থেকে সূরা ফাতিহা পড়ে পরে সেই সূরাটাই আবার মিলিয়ে পড়ি তাহলে নামাজে কোন সমস্যা হবে?কারণ সূরা ফাতিহা তখন দুইবার পড়া হয়ে যাচ্ছে।

1 Answer

0 votes
by (606,750 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/7746 নং ফাতাওয়ায় বলেছি যে,
إذا قرأ الفاتحة في ركعة مرتين، فإن كان ذلك في الأولين فعليه السهو من غير فصل بينهما إذا قرأ بينهما سورة أو لم يقرأ، وإن كان في الآخريين فلا سهو عليه.
যদি কেউ ফরযের প্রথম দু'রাকাতের কোনো এক রা'কাতে সূরায়ে ফাতেহাকে দুইবার করে পড়ে নেয়,তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।তবে শেষ দু'রাকাতে হলে সাহু সিজদা ওয়াজিব হবে না।
(আল-মুহিতুল বুরহানি ফি ফেকহিন-নু'মানী-১/৫০২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফরয নামাযের প্রথম দু'রাকাতের কোনো এক রা'কাতে যদি কেউ সূরায়ে ফাতেহার কোনো এক আয়াতের কিছু অংশকে দুই বার তিলাওয়াত করে নেয়,বা সূরায়ে ফাতেহা তেলাওয়াত করার পর তিন তাসবিহ পরিমাণ সময় অতিবাহিত হওয়ার পর ক্বেরাত শুরু করে,তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।(কিতাবুন-নাওয়াযিল-৩/৬১০)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
সূরায়ে ফাতেহাকে কেউ যদি দুইবার পড়ে নেয়, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে।সুতরাং প্রশ্নের বিবরণমতে ওয়াজিব আদায়ে দেড় হওয়ার জন্য আপনার উপর সাহু সিজদা আসবে। সাহু সিজদা না দিলে, আবার উক্ত নামাযকে দোহড়াতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...