আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
925 views
in সালাত(Prayer) by (8 points)
মুহতারাম,

রুকুর আগে যদি সিজদার আয়াত পড়া হয়, তাহলে কি অতিরিক্ত সিজদা দিতে হবে?

যদি দিতে হয়, তাহলে কিভাবে দিতে হবে?

1 Answer

0 votes
by (583,020 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো কেহ যদি রুকুর আগে সিজদার আয়াত তেলাওয়াত করে,সাথে সাথে রুকু,সিজদাহ করে,তাহলে তাকে অতিরিক্ত সেজদাহও দিতে হবেনা।
রুকু সেজদাহ তে গিয়ে সেজদায়ে তিলাওয়াত আদায় করার নিয়তও করতে হবেনা।
এই সিজদাহ আপনা আপনি আদায় হয়ে যাবে। 
,
হাদীস শরীফে এসেছে
  عن إبراہیم قال : قال عبد اللہ بن مسعود رضی اللّٰہ عنہ من قرأ سورۃ الأعراف أو النجم أو إذا السماء انشقت أو بنی اسرائیل أو اقراء باسم ربک الذي خلق فشاء أن یرکع بأخرہن رکع أجزأہ سجود الرکوع وإن سجد فلیضف إلیہا سورۃ۔ (المعجم الکبیر للطبرانی ۹؍۱۴۶ رقم : ۸۷۳۲، مصنف ابن ابي شیبہ ۳؍۴۱۹ رقم : ۴۴۰۱) 
যার সারমর্ম হলো যেই ব্যাক্তি এমন সুরা তেলাওয়াত করে,যার শেষে সিজদাহ এর আয়াত আছে,(যেমন ইকরা সুরা) তাহলে সে যদি সাথে সাথে  রুকুতে চলে যায়,তাহলে সেটাই যথেষ্ট হবে,আলাদা করে আর তাকে সিজদাহ্ আদায় করতে হবেনা।
আর যদি সে সাথে সাথে সিজদায় যায়,তাহলে উঠে সে আগে অন্য কোনো সুরা বা সুরার আয়াত পড়বে,তারপর রুকুতে যাবে।   
,
ফাতাওয়ায়ে শামীতে আছে   
في الدر المختار: نعم لو رکع وسجد لہا فوراً ناب بلا نیۃ (الدرالمختار) وفي الشامي: الظاہر أن المقصود بہٰذا الاستدراک التنبیہ علی أنہ ینبغي للإمام أن لا ینویہا في الرکوع۔ (شامي ۲؍۱۱۲ کراچی، شامي ۲؍۵۸۸ زکریا)
যার সারমর্ম হলো নিয়ত ছাড়াই এই রুকু সেজদার দ্বারা আয়াতে সিজদাহও আদায় হয়ে যাবে।
আলাদ করে আবার সিজদাহ আদায় করতে হবেনা।
,
ফাতাওয়ায়ে তাতারখানীয়াহ তে আছে 
وإذا قرأ اٰیۃ السجدۃ في صلاتہ وہي في آخر السورۃ فإن شاء رکع لہا وان شاء سجد۔ (الفتاویٰ التاتارخانیۃ ۲؍۴۷۷ رقم: ۳۰۵۳ زکریا)
কেহ যদি নামাজের ভিতর সুরার শেষে (রুকুর আগে) সিজদার আয়াত তেলাওয়াত করে, তাহলে তার ইচ্ছা,সে চাইলে রুকুও করতে পারে,চাইলে সেজদাহও করতে পারে।

,
তবে রুকুর আগে সিজদার আয়াত না পড়ে যদি তারও অনেক আগে সেজদার আয়াত পড়ে,তাহলে সাথেই সেজদায় যেতে হবে।
যদি সাথে সাথেই সেজদায় না যায়,তাহলে যখন সেজদায় যাবে,তখন উক্ত আয়াতে সেজদা আদায়ের নিয়ত করতে হবে।
(রুকুতে গিয়ে ঐ সেজদার নিয়ত করলেও আদায় হয়ে যাবে,তবে এক্ষেত্রে উলামায়ে কেরামদের মতবিরোধ রয়েছে,তাই সতর্কতা মূলক সিজদায় গিয়ে নিয়ত করবে।) 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
ধন্যবাদ প্রিয় 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...