আমি একজন কলেজ স্টুডেন্ট। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, অসুস্থতার কারণে এবং বিভিন্ন কারণে তিনি তার ব্যবসা বন্ধ করে দিয়ে টাকা ব্যাংকে রেখে দেন। এ-কারণে ধীরে ধীরে আমরা ব্যাপকভাবে সুদের সাথে জড়িয়ে গেছি। অনেক ভাবে অনেকদিন ধরে বুঝিয়েছি কিন্তু কোনো লাভ হচ্ছে না, এমনকি এটাও বলেছি যে আমি তাদের কোনো অর্থ খাবার গ্রহণ করবো না, তাতেও কোনো লাভ হচ্ছে না। এক্ষেত্রে আমি নিজে উপার্জন করবো সেটাও কোনোভাবে পরিবার মানতে চাচ্ছে না, সবার কথা হচ্ছে আগে পড়ালেখা শেষ করো তার পর যা ইচ্ছা করো। তাদের সুদ এবং আমার মধ্যে বেছে নিতে বলা হলে হয়তো সুদকেই বেছে নিবে এমন একটা অবস্থা।
এছাড়া বাবা,মা,আপু ইন্ডিয়ান সিরিয়ালে আশক্ত। বুঝিয়ে, ভয় দেখিয়ে, মানা করে কোনো ভাবেই কাজ হচ্ছে না
এখন আমার করণীয় কি?