আমি আমার হবু বও কে বলি,"তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ের পর তালাক হয়ে যাবে"।"
★★★বিঃদ্রঃ বিয়ের আগে নাচলে"অথবা "বিয়ের পর নাচলে" এরকম কিছু বাক্যে উল্লেখ করিনি।কিন্তু বাক্য টা বলার পর মনে মনে ভেবেছিলাম "বিয়ের আগে নাচলে নাকি পরে নাচলে তালাক হবে, হয়তো সারাজীবন ই" এটা মনে মনে ভেবেছি মুখে বলিনি।এ বিষয়ে আমি জানতাম ই না কিছু ,মানে কোনো নিয়ত ই ছিলো না এ বেপারে ।শুধু মাত্র শর্ত দিছি।।।
★★★আমাদের এলাকার এক মুফতি বল্লো যে এটা যেহেতু নিয়ত করে বলেন নি ,তাই এখানে সারাজীবন শর্ত টা থাকবে।
★★★কিন্তু ওলি ওল্লাহ হুজুর আপনি বল্লেন শুধু বিয়ের আগ পর্যন্ত শর্ত টা থাকবে
১|শর্ত কতদিন থাকবে সারাজীবন নাকি বিয়ের আগ পর্যন্ত?আমি এখন কার কথা শুনবো ,কার কথা অনুযায়ী আমল করবো অনেক পেরকসানিতে আছি! দয়া করে উত্তর দিবেন।