আমি আমার হবু স্ত্রী কে ,বলেছিলাম তুমি যদি এই কাজ করো তাহলে বিয়ের পর তোমার সাথে 3 তালাক হয়ে যাবে।কয়দিন পর এখন তার সাথে আমার বিয়ে হবে।এখন আমার মনে সারাক্ষণ টেনসন থাকে যে ও এ কাজটি করে ফেলবে কিনা।তাই আমি চাচ্ছি এখন এটা থেকে মুক্তি পেতে।
1. তাই এখন তাকে বিয়ে করার পর ওইদিন ই আমি যদি তাকে এক তালাক দেই,ফলে ওর সাথে আমার সব শেষ হয়ে যাবে ।যেহেতু সহবাস করা হয়নি তাই ইদ্দত ও পালন করা লাগবেনা ফলে তাকে নতুন ভাবে আবার বিবাহ করে নিলে কি বিয়ের আগে দেয়া শর্তযুক্ত তালাক বাতিল হয়ে যাবে কি?নাকি তালাক এর উদ্দেশ্য নিয়ে বিয়ে করলে বিয়ে হবেনা? যদিও আমাদের নিয়ত হচ্ছে শুধু শর্ত টা বাতিল করা।
বিস্তারিত বলবেন।।।