বিসমিহি তা'আলা
সমাধানঃ-
প্রথম কথা হল,
ব্যাংক থেকে ঋণ নেয়া যদি সুদ সহকারে হয়ে থাকে তাহলে সেটা হারাম।হ্যা এক্ষেত্রে শরীয়ত নিতান্তই প্রয়োজন পর্যন্ত সুদ গ্রহণের বিধানকে শীতিলযোগ্য করেছে।
পরবর্তীতে এফ, ডি, আর, করেছেন সেটাও সুদ এবং হারাম।
দ্বিতীয়ত উক্ত টাকায় যাকাত আসবে কি না?
যদি এছাড়া নেসাব পরিমাণ আর কোনো মাল না থাকে,তাহলে উক্ত টাকার যাকাত দিতে হবে না।কেননা এগুলা এমন ঋণ যা তারাতারি পরিশোধযোগ্য।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ।