আসসালামুয়ালাইকুম হুজুর দীর্ঘ কি অনেকদিন ধরেই আমি নাপাক র কিছু বিষয় নিয়ে সমস্যায় আছি
হুজুর আমি বুঝতে পারছি না এটা আমার সন্ধেহ জন্য এমন হচ্ছে নাকি আসলেই সেটা নাপাক।
হুজুর আমি আগে নাপাক সম্পর্কে জানতাম না ।তাই আমি ইচ্ছাকৃত ভাবে হাতে নাপাকী থাকা সত্তেও টা আমার বাসার যে আসবাবপত্র ধরেছি। এতে করে নাপাক ছোরায় ।যেমন চেয়ার - টেবিল :এমন জিনিস যাতে পাক করা সম্ভব না ।সেই জায়গায় লেগেছে!.
ওই জায়গায় পানি দ্বারা ধুয়ে নআওয়া সম্ভব ।তবে হুজুর অনেক জিনিস e নাপাকী লাগসে!.একটা পাক করতে গেলে দেখা যায় অন্য কোনো ভাবে আরেকটা নাপাক হয়ে যায়!।
এক কথায় এইগুলা সব পাক করা। আমার জন্য অনেক বেশি কঠিন!।
এবং সূরা বাকারার একটা আয়াত এ আমি পড়েছিলাম:আল্লাহ্ কারোর উপর তার সামর্থের বেশি চাপিয়ে দান নাহ!.
হুজুর তাহলে কি আগুলা কে পাক হিসাবে ধরবো!
আসলে এর জন্য আমি ঠিক মত নামাজ পড়তে পারি নাহ!.
দ্বীনদারি ধনসের পথে!.
আশা করি কথা গুলা বুঝে ছেন ! না বুজলে মেহেরবানী করে আপনার সাথে যোগাযোগ করার কোনো নম্বর থাকেল ।আমি আপনাকে ফোন করে বুঝবো!.
আশা করি আপনি বুঝতে পেরেছেন!.
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ