বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
পরুষ সে তার সতরকে ঢেকে রাখবে।সতর ঢেকে রাখা পুরুষের জন্য ফরয।পুরুষের সতর কতটুকু
এক পুরুষ অন্য পুরুষের কোন কোন অঙ্গের দিকে দৃষ্টিপাত করতে পারবে,
এসম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে,
وَيَجُوزُ أَنْ يَنْظُرَ الرَّجُلُ إلَى الرَّجُلِ إلَّا إلَى عَوْرَتِهِ كَذَا فِي الْمُحِيطِ وَعَلَيْهِ الْإِجْمَاعُ، كَذَا فِي الِاخْتِيَارِ شَرْحِ الْمُخْتَارِ. وَعَوْرَتُهُ مَا بَيْنَ سُرَّتِهِ حَتَّى تُجَاوِزَ رُكْبَتَهُ، كَذَا فِي الذَّخِيرَةِ
একজন পুরুষ অন্য পুরুষের দিকে সতর ব্যতীত অন্যান্যস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারবে,এর উপর ইজমা বা উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে।মুহিত ইত্যাদি গ্রন্থাবলীতে এভাবেই বর্ণিত আছে।পুরুষ-পুরুষের সামনে সতর হচ্ছে,নাভীর নিচ থেকে হাটু পর্যন্ত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩২৭).........বিস্তারিত জানুন-২৮৩৩
পুরুষ মহিলা যে কারো সামনে পুরুষ সে তার সতরকে ঢেকে রাখবে।ফিতনার আশংকা থাকলে সে তার সমস্ত শরীরকে ঢেকে রাখবে।মহিলাদের জন্য পর-পুরুষকে দেখা জায়েয কি না? এ সম্পর্কে মাতবিরোধ রয়েছে।তবে ফিতনার আশংকা থাকলে পরপুরুষকে মহিলা দেখতে পারবে না।
যেহেতু পুরুষ ঘরের বাহিরে থাকবে,এবং কাজে ব্যস্ত থাকবে,তাই পুরুষদেরকে মহিলার মত পর্দার বিধান দেয়া হয়নি।তবে সতর ঢাকার বিধান দেয়া হয়েছে।