ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
স্বপ্নে পরীক্ষা দেখা তেমন ভালো কিছু না।তাই আপনার বোন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।এবং দান সদকাহ করে আল্লাহকে রাজী ও খুশী করার আপ্রাণ চেষ্টা অভ্যাহত রাখবেন।
(২)
https://www.ifatwa.info/1941 নং ফাতাওয়ায় বলেছি যে,
হযরত আয়েশা রাঃ থেকে বর্ণিত,
ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﺃَﻧَّﻬَﺎ ﻗَﺎﻟَﺖْ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﻛُﻞُّ ﺻَﻮَﺍﺣِﺒِﻲ ﻟَﻬَﺎ ﻛُﻨْﻴَﺔٌ ﻏَﻴْﺮِﻱ ، ﻗَﺎﻝَ : ( ﻓَﺎﻛْﺘَﻨِﻲ ﺑِﺎﺑْﻨِﻚِ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﺍﻟﺰُّﺑَﻴْﺮِ ) ﻓَﻜَﺎﻧَﺖْ ﺗُﺪْﻋَﻰ ﺑِـ " ﺃُﻡِّ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ " ﺣَﺘَّﻰ ﻣَﺎﺗَﺖْ
তরজমাঃ- তিনি বলেনঃ হে আল্লাহর রাসুল সাঃ আমার সমস্ত সাথী বর্গের(নবী কারীম সাঃ এর অন্যান্য স্ত্রীগনের) একেকটি কুনিয়ত রয়েছে কিন্তু আমারতো তা নেই।নবী কারীম সাঃ বললেন তুমি তোমার ছেলে(বোনপুত্র)আবদুল্লাহ ইবনে যুবায়েরের নামে কুনিয়ত গ্রহণ করো।সুতরাং (তিনি তা গ্রহণ করলেন)এবং মৃত্য পর্যন্ত তাকে 'উম্মে আব্দুল্লাহ' নামেই ডাকা হয়েছিল।(মসনদে আহমদ-৪৩/২৯১)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
দেখুন, উক্ত হাদীস দ্বারা বুঝা যায় যে, হযরত আয়েশা রাযির আশা ছিল যে, উনার একটি কুনিয়ত বা উপনাম তথা সন্তানের নামে নিজের নামকরণ হবে।